আইসোলেশন সেন্টার হচ্ছে জহুর আহমেদ স্টেডিয়াম?

ছবি: ফাইল ফটো

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে করোনার আইসোলেশন সেন্টার করার পরিকল্পনা চলছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমনটাই আভাস দিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন জানালেন, আলাপ আলোচনা চললেও এখনো কিছু নিশ্চিত নয়। তবে স্টেডিয়ামের করপোরেট বক্সগুলোই শুধু আইসোলেশন সেন্টারের জন্য নেওয়া হতে পারে।

ক্রিকফ্রেঞ্জিকে আব্দুল বাতেন বলেন,'আইসোলেশন ক্যাম্প হতে পারে এটা নিয়ে অনেক আগের থেকেই আলাপ আলোচনা চলছিল। এখনও নিশ্চিত কিছু হয়নি, হতে পারে। বোর্ড প্রেসিডেন্ট তো আগেই ঘোষণা দিয়েছিলেন, প্রয়োজন হলে ব্যবহার করা হবে।'
'বিদেশফেরত যাত্রীদের এখানে রাখা হতে পারে। মাঠ বা ড্রেসিংরুম ব্যবহার করা হবে না। স্টেডিয়ামের করপোরেট বক্সগুলোই শুধু আইসোলেশন সেন্টারের জন্য নেওয়া হতে পারে। কিন্তু এখনও কোন কিছু নিশ্চিত নয়।' আরও যোগ করেন বাতেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন শুরু থেকেই করোনা সংকট কাটাতে যে কোনো সাহায্য-সহযোগিতার আশ্বাস দিয়ে রেখেছেন। জানিয়েছিলেন প্রয়োজন হলে মিরপুর স্টেডিয়ামকেও ব্যবহার করা হবে আইসোলেশন সেন্টার হিসেবে।
এদিকে চট্টগ্রাম স্টেডিয়াম ছাড়াও ছাড়া পাশের চট্টগ্রাম বিকেএসপি, মিরপুর ইনডোর স্টেডিয়াম, গুলশান শুটিং কমপ্লেক্স, রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্সসহ আরও কয়েকটি ক্রীড়া স্থাপনাও করোনার কাজে ব্যবহার হতে পারে। তবে এসবের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।