promotional_ad

মরগান থাকতে হেলসের ফেরার সম্ভাবনা দেখছেন না ভন

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার প্রকোপ কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছে ইংল্যান্ড। এ জন্য অনুশীলন ক্যাম্পও শুরু করতে যাচ্ছে তারা। ইতোমধ্যেই অনুশীলন ক্যাম্পের ৫৫ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এতে জায়গা হয়নি অ্যালেক্স হেলসের! ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন, যতদিন ইয়ন মরগান অধিনায়ক থাকবেন, ততদিন দলের বাইরেই থাকতে হবে হেলসকে!


ভন বলেন, “যে ৫৫ জনকে নেওয়া হয়েছে, আমি জানি তারা সবাই সাদা বলের ক্রিকেটের বিশেষজ্ঞ নয়- ধরে নেওয়া যাক, ২৮ জন টেস্টের, ২৭ জন সাদা বলের ক্রিকেটের... নিশ্চয়ই বলতে পারবেন না যে অ্যালেক্স হেলস সাদা বলের ক্রিকেটে দেশের সেরা ২৭ জন খেলোয়াড়ের একজন নয়!



promotional_ad

অবশ্যই তার থাকা উচিত। ইয়ন মরগান অধিনায়ক থাকাকালীন সে আবার জাতীয় দলে খেলতে পারবে বলে মনে হয় না। মরগানের বার্তা স্পষ্ট, ‘আমি যতদিন দায়িত্বে, অ্যালেক্স, ইংল্যান্ডের হয়ে তোমার খেলার কোনো সুযোগ নেই।”


২০১৯ বিশ্বকাপের আগে শৃঙ্খলা ভঙ্গ করে পুরো দলের চক্ষুশূল হয়েছিলেন হেলস। আগ্রাসী এই ওপেনারকে দলে না নিয়েই শিরোপা জিতেছিল ইংল্যান্ড।


যদিও ধারণা করা হচ্ছিল, ইংল্যান্ডের পোশাকে দ্রুতই হয়তো ফিরতে পারেন হেলস। সেই সম্ভাবনা অবশ্য কয়েকদিন আগেই উড়িয়ে দেন দলটির সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক ইয়ন মরগান।



মরগান বলেন, “আমি অ্যালেক্সের সঙ্গে কথা বলেছি। অবশ্যই তার ফেরার পথ আমি দেখছি। ব্যাপারটা যখন বিশ্বাসভঙ্গের, সময়ই কেবল তা নিরাময় করতে পারে।


কেবল ১২ থেকে ১৩ মাস হয়েছে ঘটনাটির। এটা আমাদের চার বছরের পরিশ্রমকে বিফল করে দিতে পারত। যা বিশ্বকাপ অভিযানকে লক্ষ্যচ্যূত করতে পারত, তাই তার ফিরতে আরও সময়ের প্রয়োজন।”



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball