ব্রাভো-হেটমায়ারদের ছাড়াই ইংল্যান্ড যাচ্ছে ক্যারিবিয়ানরা

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
লম্বা সময় পর মাঠে গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট! করোনার প্রকোপের মধ্যেই আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে তিনটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটিকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এ ছাড়া রিজার্ভ ক্রিকেটার আছেন ১১ জন।
দলটির নেতৃত্বে যথারীতি আছেন জেসন হোল্ডার। করোনার এমন সময়ে স্কোয়াডে থাকতে চাননি ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার ও কিমো পল। তাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে তাদের ছাড়াই দল ঘোষণা করেছে বোর্ড।

স্কোয়াডে নতুন দুই মুখ মিডল অর্ডার ব্যাটসম্যান এনক্রুমাহ বোনার ও ফাস্ট বোলার চেমার হোল্ডার।
আগামি ৮ জুলাই অ্যাজেস বোলে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ জুলাই এবং তৃতীয় টেস্ট শুরু হবে ২৪ জুলাই। শেষ ম্যাচ দুটির ভেন্যু ওল্ড ট্রাফোর্ড।
এ মাসেই ইংল্যান্ড সফরে রওনা করবে ওয়েস্ট ইন্ডিজ। ৯ জুন ইংল্যান্ডে পৌঁছানোর পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবে ক্যারিবিয়ানরা।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলঃ জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, শাই হোপ, শেন ডওরিচ, রস্টন চেজ, শামারাহ ব্রুকস, রাহকিম কর্নওয়াল, এনক্রুমাহ বোনার, আলজারি জোসেফ, চেমার হোল্ডার, জন ক্যাম্পবেল, রায়মন্ড রেইফার, কেমার রোচ ও জার্মাইন ব্ল্যাকউড।