promotional_ad

বাধ্যতামূলক হচ্ছে বছরে চারবার রক্ত ও চোখ পরীক্ষা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি সপ্তাহেই অনুশীলনে ফেরার পরিকল্পনা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও পরিকল্পনায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। দেশটির জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ) কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে, জীবাণুমুক্ত পরিবেশ তৈরি করতে আরও সময় লাগবে তাঁদের। 


তাই ক্রিকেটারদের স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে এখন অনুশীলন করা সম্ভব হচ্ছে না।তবে এরই মধ্যে ক্রিকেটারদের স্বাস্থ্যের বিষয়ে পরিকল্পনা শুরু করেছে পিসিবি।  মেডিক্যাল প্যানেলের এক সদস্য জানিয়েছেন, বছরে চারবার চুক্তিবদ্ধ ক্রিকেটারদের রক্ত ও চোখ পরীক্ষা করা বাধ্যতামূলক হবে। 



promotional_ad

বর্তমানে ৬ মাস অন্তর রক্ত ও চোখ পরীক্ষা করা হয়। কিন্তু করোনা পরবর্তী পরিস্থিতিতে বছরে চারবার পরীক্ষা করা হবে। পিসিবি মেডিক্যাল প্যানেলের সদস্য আরও জানিয়েছেন, ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই রক্ত পরীক্ষা করা হয়। ক্রিকেটে যেহেতু দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কারণেই চোখ পরীক্ষা করা হয়। এই পরীক্ষা বাড়ানো হবে। 


জুলাইয়ে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে আজহার আলী-বাবর আজমদের। পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচক মিসবা উল হক ইংল্যান্ড সফরে ২৫ জন ক্রিকেটারকে নিয়ে যেতে চাইছেন। যদিও এখনো দল ঘোষণা করেনি পিসিবি। সফরটিতে তিনটি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা দুই দলের।


এই সিরিজকে সামনে রেখে চলতি সপ্তাহেই ক্রিকেটার নিয়ে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে জোড়ায় জোড়ায় ট্রেনিং করার পরিকল্পনা সাজিয়েছিল পিসিবি। এরপর এখান থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন সপ্তাহের জন্য অনুশীলন করতে যাওয়ার কথা ছিল আজহার আলী-বাবর আজমদের।



এই ক্রিকেটারদের মধ্য থেকেই ইংল্যান্ড সফরের জন্য দল চূড়ান্ত করার পরিকল্পনাও করেছিল পিসিবি। কিন্তু রুম সল্পতার কারণে এই পরিকল্পনা আপতত বাস্তবায়ন হচ্ছে না। কারণ এনসিএ ভবনে মোট ২১টি রুম বরাদ্দ আছে। সামাজিক দূরত্ব বজার রাখার জন্য রুম প্রয়োজন ৪০টি। 


এছাড়া ট্রেনিং চলাকালীন কেউই ভবনের ভেতরে কিংবা বাইরে যেতে-আসতে পারবে না। পিসিবি অবশ্য এখনও হাল ছেঁড়ে দেয়নি। ট্রেনিং শুরুর ব্যাপারে আশাবাদী তাঁরা।দুটি স্টেডিয়ামে ভাগ করে ট্রেনিং করার কথাও ভাবছে দেশটির ক্রিকেট বোর্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball