promotional_ad

স্লেজিং কোহলির অক্সিজেন!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৮-১৯ মৌসুমে ঘরের মাঠে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। এই হারের কারণ হিসেবে গত এপ্রিলে আইপিএলকে দায়ী করেছিলেন মাইকেল ক্লার্ক। 


আইপিএলের চুক্তি রক্ষায় ভীষণ আগ্রহী ছিলেন অজি ক্রিকেটাররা বলে উল্লেখ করেছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। আর সেই কারণে নাকি বিরাট কোহলি এবং তার সতীর্থদের স্লেজিং করতে ভয় পেয়েছিলেন অস্ট্রেলিয়ানরা। 



promotional_ad

এমন মন্তব্যের পর তোপের মুখে পরতে হয়েছিলো ক্লার্ককে। এই মন্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছিলেন বর্তমান অধিনায়ক টিম পেইনও। আইপিএলের কথা ভেবে নয়, বরং কোহলিকে স্লেজিং না করা ছিল তাঁদের কৌশলগত সিদ্ধান্ত বলে জানান তিনি।


এবার পেইনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন দেশটির সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার ডিন জোন্স। তাঁর মতে স্লেজিং কোহলির জন্য অক্সিজেন স্বরূপ। আর সেকারণে ব্যাটিংয়ের সময় তাঁকে কিছু না বলাই উত্তম। একই ধরণের কৌশলে নিজেদের আমলে, জাভেদ মিয়াদাদ, ভিভ রিচার্ডসদের বিপক্ষে খেলতেন জোন্সরাও। 


জোন্স বলেন, 'আমাদের সময় ভিভ রিচার্ডস, জাভেদ মিয়াদাদ বা মার্টিন ক্রোরা ব্যাটিংয়ে নামলে চুপচাপ থাকতাম। এর পেছনে কারণও আছে, আপনি কখনো একটি ভাল্লুককে ঘাঁটাতে চাইবেন না। কোহলি-ধোনিরা এই কাতারেই পরেন।' 



জোন্স আরও বলেন, 'কোহলিকে অক্সিজেন নিতে দিয়ো না, স্লেজিং তাঁর জন্য অক্সিজেন হিসেবেই কাজ করে। আইপিএলের চুক্তির বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। কোহলি কি কাউকে আইপিএল খেলা থেকে থামাবে? এটা তো কোচ-ম্যানেজারদের ব্যাপার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball