promotional_ad

থুতু ছাড়াই ঘুরবে ডিউকের বল!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেট জগতে ডিউক বলের ইতিহাস বেশ পুরোনো। একটা সময় বেশ জনপ্রিয় ছিল এই ডিউকের বল। কিন্তু বাজারে কোকাবুরা আসার প্রভাবে ক্রমশ কদর কমতে থাকে ডিউক কোম্পানির বলের। একটা সময় ক্রিকেটর দুনিয়া থেকে প্রায় হারিয়েই যায় এই বল।


তবে চলমান করোনাভাইরাস ফের ডিউককে এনেছে আলোচনায়। করোনার সংক্রমণ ঠেকাতে পেসারদের বলে থুতু কিংবা লালার ব্যবহারে ইতোমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বলের উজ্জ্বলতা বাড়ানোর জন্য এর বিকল্প খুজতেই এখন সরগরম ক্রিকেট দুনিয়া।



promotional_ad

কিছুদিন আগেই ক্রিকেট বল নির্মাতা প্রতিষ্ঠান কোকাবুরা দাবি করেছিল, মোম দিয়ে ঘঁষে উজ্জ্বলতা বাড়ানো যাবে এমন একটি বল তাঁরা বাজারে আনতে যাচ্ছে। কিন্তু সম্প্রতি ডিউকের দাবি করছে একেবারেই ম্লান করে দিয়েছে কোকাবুরার ঘোষণাকে। কেননা তাদের মতে, তারা এমন উচ্চমানের বল তৈরি করছে, যেটাকে কিছু দিয়েই ঘঁষতে হবে না। সেটা এমনিতেই সুইং করবে।


ডিউক কর্তৃপক্ষের দাবি, বলের সুইং থুতু কিংবা লালার ব্যবহারের ওপর নির্ভর করে না। সম্প্রতি ইংরেজি সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেন ডিউকের মালিক দিলির জাজোদিয়া।


তিনি বলেন, 'আমরা এমনই এক উচ্চমানের বল তৈরি করছি, যেটা খুবই ভালো আকৃতির। সেই সঙ্গে এটিতে থাকছে শক্তিশালী সিম। এই সিমটা হচ্ছে হাতের সেলাই। যেটা বাতাসে রাডারের কাজ করবে। এমনকি এই বলটি হবে খুবই শক্তিশালী ও দীর্ঘদিন খেলার উপযুক্ত।’



খেলোয়াড়রা খুব সহজেই এই চলে উজ্জ্বলতা ফিরে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করে জাজোদিয়া। শুধু তাই নয়, বলগুলোতে সব সময় উজ্জ্বলতা বিরাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।


জাজোদিয়ার ভাষ্যমতে, ‘আইসিসি কিন্তু ঘামের ব্যবহার নিষিদ্ধ করেননি। ডিউক বলের গুণ হচ্ছে, আপনি কপালের ঘাম দিয়েও হালকা ঘষা দিলে এর উজ্জলতা ফিরে পাবেন। এছাড়া এমনিতেই বলটিতে সব সময় উজ্জ্বলতা বিরাজ করবে, যেটার কারণে বলে সুইংও হবে বেশি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball