জুলাইতে মাঠে ফিরছে ক্রিকেট
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার প্রকোপে লম্বা সময় ধরে বন্ধ রয়েছে বিশ্বের সকল ক্রিকেটীয় ইভেন্ট। সবার মনেই একটি প্রশ্ন। কবে মাঠে ফিরবে ব্যাট-বলের লড়াই। অবশেষে ফুরোচ্ছে ক্রিকেটমোদীদের অপেক্ষার পালা। লম্বা বিরতির পর আবার শুরু হতে যাচ্ছে ২২ গজের খেলাটি। আসন্ন জুলাইতেই মাঠে ফিরছে ক্রিকেট।

লম্বা সময় পর খেলা মাঠে ফিরছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের ৮ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে দ্বীপাক্ষিক সিরিজের প্রথম টেস্টটি। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ওল্ড ট্রাফোর্ডে যথাক্রমে ১৬ এবং ২৪ জুলাই।
দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজটি। ২৮ তারিখ সিরিজটি শেষ হবে বলে দিনক্ষণ ঠিক করা হয়েছে। সিরিজটিকে সামনে রেখে ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছে দুই দল।
এদিকে কিছুদিন আগেই ভারতের বিপক্ষে ৪ ম্যাচ টেস্ট সিরিজের সূচী প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে গ্যাবায়। দ্বিতীয় টেস্ট হবে ১১ ডিসেম্বর, অ্যাডিলেডে। এই ম্যাচটি দিবা-রাত্রির হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মাঠে নামবে দুই দল।
সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট হবে সিডনিতে জানুয়ারির প্রথম সপ্তাহে। সিরিজটি দর্শকশূন্য মাঠে আয়োজন করা হবে কিনা সেই বিষয়টি এখনও নিশ্চিত করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।