মাঠকর্মীদের করোনা পরীক্ষা করাবে বিসিবি

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার সংক্রমণ ঠেকাতে লম্বা সময় ধরে বন্ধ রয়েছে ২২ গজে ক্রিকেটারদের আনাগোনা। তবে লম্বা সময় পেরিয়ে যাবার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিন্তা ভাবনা করছে মাঠে খেলা ফেরানোর। যদিও কবে নাগাদ খেলা ফিরবে সে ব্যাপারে জানা যায়নি এখন, কেননা পরিস্থিতি স্বাভাবিক হবার আগে কেউই খেলা শুরুর বিষয়ে সবুজ সংকেত দিতে পারছেন না।
তবে ইতোমধ্যেই খেলা শুরুর পূর্বের প্রাকপ্রস্তুতির বিষয়গুলো নিয়ে ভাবছে বিসিবি। এরই প্রেক্ষিতে বিসিবির ভাবনায় রয়েছে জাতীয় দলের সাপোর্টিং স্টাফ মাঠকর্মীদের করোনাভাইরাসের পরীক্ষার বিষয়টি। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিককে নিজামউদ্দিন জানান, 'খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত মাঠে বল দেওয়া ঠিক হবে না। কারণ একটা দুর্ঘটনা ঘটে গেলে দায় বোর্ডের ওপর বর্তাবে। আমাদের প্রথম কাজ হবে, যেসব স্টাফ খেলোয়াড়দের সংস্পর্শে থাকবে তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা। এজন্য প্রতিটি গ্রাউন্ডসম্যান, সাপোর্ট স্টাফের কভিড-১৯ পরীক্ষা করানো হবে অগ্রাধিকার ভিত্তিতে।'
একই সঙ্গে জাতীয় দলের খেলোয়াড়দেরও প্র্যাকটিস ক্যাম্প শুরু হবার আগে খেলোয়াড়দের করোনা পরীক্ষা করার বিষয়েও মন্তব্য করেন তিনি।
নিজামউদ্দিন বলেন, 'কথা হচ্ছে, খেলোয়াড়দের করোনাভাইরাসের পরীক্ষা করাব কিনা? সেটা আলোচনা সাপেক্ষ। বিশেষজ্ঞরা যেটা বলবেন, সেটা করা হবে। খেলোয়াড়রা অনেক সচেতন, তারা জানে কতটুকু নিরাপত্তা নিতে হবে। কিন্তু যারা নিচে কাজ করে, তারা অতটা সচেতন না। বিষয়টিকে অত গুরুত্বও দেয় না। খেলোয়াড়দের স্বার্থে তাদের টেস্ট করে একটা নিরাপদ জোনে রাখা জরুরি। তবে খেলোয়াড়দের মধ্যে কোনো উপসর্গ থাকলে অবশ্যই টেস্ট করাব।'
ইতোমধ্যেই করোনার প্রকোপ কাটিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছে। এবং ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আগামী মাসে হবার কথা রয়েছে।