promotional_ad

ভারত-পাকিস্তান সিরিজ ফেরাতে ওয়াকারের অনন্য প্রস্তাব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনা পরিস্থিতির শুরুর দিকে ত্রাণ তহবিল যোগানর জন্য ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। এবার শোয়েবের সুরেই গান গাইলেন সাবেক পাক পেসার ওয়াকার ইউনুস। ফের ভারত পাকিস্তানের দ্বীপাক্ষিক সিরিজ ফেরাতে অনন্য এক প্রস্তাব দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।


দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এবং ইমরান খানের নামে ইমরান-কপিল সিরিজের প্রস্তাব জানালেন ওয়াকার ইউনুস। সম্প্রতি আফ্রিদি-গম্ভীরের বিদ্বেষপূর্ণ সম্পর্ক নিরসনের উপায় বাৎলে দেবার সময় প্রসঙ্গক্রমে তিনি এ কথা জানান।



promotional_ad

তাঁর মতে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে যেমন বর্ডার-গাভাস্কার ট্রফি হয়, সেরকম ভাবেই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের নামকরণ হোক দুই দেশের দুই কিংবদন্তির নামে।


ইমরান-কপিল সিরিজের নাম প্রস্তাব প্রসঙ্গে ওয়াকার ইউনিস বলেন, ‘দুই দেশের ক্রিকেটপ্রেমী মানুষেরা চায় ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হোক। এই সিরিজের নাম ইমরান খান ও কপিল দেবের নামে হোক। ইমরান-কপিল সিরিজ কিংবা স্বাধীনতা সিরিজ নামেও হতে পারে। আমি আশাবাদী আবার দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে।’


রাজনৈতিক সুসম্পর্ক না থাকায় আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপ ছাড়া সেভাবে আর দুই দেশ বাইশ গজে মুখোমুখি হয় না। সীমান্ত সমস্যার কারণে ২০১২-১৩ সালের পর আর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয় না। দুই দেশের মধ্যে শেষবার টেস্ট সিরিজ হয়েছে ২০০৭-০৮ সালে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball