promotional_ad

ভারতের বিপক্ষে জয় মানে অন্য কিছু: তামিম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


একটা সময় ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন ক্রিকেট প্রেমীরা।  টান-টান উত্তেজনা এবং প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই দুই দলের লড়াইয়ের জন্য রীতিমত হাপিত্যেশ করতেন সকলে। কিন্তু বিগত কয়েকবছরে এই চিত্র কিছুটা হলেও বদলে গেছে। এর পেছনের কারণ বাংলাদেশ।


ভারত-পাকিস্তানের লড়াইয়ের উত্তেজনা পেছনে ফেলে ভিন্নরকমভাবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ-ভারতের লড়াই। এখন এই দুই দলের লড়াই মানেই তুমুল উত্তেজনা। বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালও জানিয়েছেন, ভারতের বিপক্ষে জয় মানেই দারুণ কিছু। তবে তার সেই ভাবনা পুরোপুরিই ক্রিকেটীয়।


যেখানে আছে বিশ্বের অন্যতম সেরা দলকে হারানোর তৃপ্তি। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ভিডিও সাক্ষাৎকারে ধারাভাষ্যকার ও সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারের একটি প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তামিম।



promotional_ad

নিজের খেলোয়াড়ী দিনগুলোর কথা স্মরণ করে পাকিস্তানের বিপক্ষে ভারতের চাপে থাকার কথা বলেন মাঞ্জরেকার। বাংলাদেশের ওয়ানডে দলপতির কাছে জানতে যান, কোন দলকে হারানোর মধ্যে বেশি প্রাপ্তি তাঁর? 


উত্তরে তামিম বলেন, 'ভারতকে হারানোই সবচেয়ে বড় প্রাপ্তি। ভারত এত শক্তিশালী একটা দল, এত বড় দল, ভারতের বিপক্ষে জয় মানে অন্য কিছু। আমার মনে হয় না, এটা ঘৃণা থেকে আসে, বা এমন নয় যে ওদেরকে হারাতেই হবে।' 


'ব্যাপারটা হলো, সেরা দলকে হারানোর তৃপ্তি। সেই ধরণের মানসিকতা। পাকিস্তানকে হারানোও। আসলে পাকিস্তান-ভারত,  অনেক বড় দল তারা, দীর্ঘ ঐতিহ্য তাদের। তাদের বিপক্ষে যে কোনো জয়ই বড় জয়।'


ভারত-বাংলাদেশের লড়াই সবচেয়ে বেশী জমে উঠে ওয়ানডে ফরম্যাটে। ৫০ ওভারের ম্যাচে দুই দলের ৩৬ বারের দেখায় ভারত জিতেছে ৩০টিতে, বাংলাদেশের জয় ৫টিতে। ২০০৪ সালের সর্বপ্রথম ভারতকে ওয়ানডেতে হারায় বাংলাদেশ।



টেস্টে অবশ্য চিত্রটা ভিন্ন। ১১ বারের দেখায় ৯বারই জিতেছে ভারত। ড্র হয়েছে ২টিতে। আর টি-টোয়েন্টি ফরম্যাটে ১১ বারের দেখায় মাত্র একবার মাত্র জিতেছে বাংলাদেশ। গত বছর ভারত সফরে গিয়ে প্রথমবারের মতো এই ফরম্যাটে জয়ের স্বাদ পায় টাইগাররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball