promotional_ad

আকাশের সেরা একাদশের অধিনায়ক মরগান, আছেন সাকিব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বর্তমান সময়ের ওয়ানডের সেরা একাদশ প্রকাশ করেছেন আকাশ চোপড়া। ভারতীয় সাবেক এই ওপেনার নিজের পছন্দের এই একাদশে ভারতের ৪ জন, ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ২ জন এবং একজন করে জায়গা দিয়েছেন বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন পাকিস্তানের বাবর আজম। 


একমাত্র বাংলাদেশী হিসেবে এই দলে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। গেল বছর ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তিনবার জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেলেও আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে না জানানোয় এই শাস্তি দেয়া হয় বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।



promotional_ad

মূলত গেল ইংল্যান্ড বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনা করে সাকিবকে এই দলে রেখেছেন আকাশ। বিশ্বকাপে ৬০৬ রান করার পাশাপাশি ১১ উইকেট নিয়েছিলেন তিনি। তবে ষষ্ঠ বোলার হিসেবে একাদশে আছেন এই অলরাউন্ডার।  


আকাশ বলেন, 'বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যাকে এই একাদশে রাখতে পারছি তিনি সাকিব। তাঁর বিশ্বকাপের পারফরম্যান্স ছিল অসাধারণ। তবে বোলিং দিয়ে বেশী আলো ছড়াতে পারেননি।'


'যে কারণে আমার একাদশে ৬জন বোলার লাগবে। তাঁকে পঞ্চম বোলার হিসেবে রাখছি না আমি। দলে বেন স্টোকস থাকায় দুজন মিলে ১০ ওভারের কোটা পূরণ করতে পারবে। এটা আমি বিশ্বাস করি।' আরও যোগ করেন এই ভারতীয়।



আকাশের একাদশকে নেতৃত্ব দেবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান। উইকেট রক্ষক হিসেবে আছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে এই দলে রাখেননি তিনি। আছেন মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেলর। 


আকাশের বর্তমান সময়ের সেরা একাদশঃ রোহিত শর্মা, শাই হোপ (উইকেটরক্ষক), বিরাট কোহলি, রস টেলর, ইয়ন মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, বেন স্টোকস, মিচেল স্টার্ক, কুলদিপ যাদব, মোহাম্মদ শামি, লকি ফার্গুসন, বাবর আজম (দ্বাদশ)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball