বর্ণবাদের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান স্যামির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় পুরো যুক্তরাষ্ট্র এখন উত্তাল। কৃষ্ণাঙ্গ হওয়ায় বিচারকার্য ছাড়া তাঁকে হাঁটুর নিচে পিষে হত্যা করেছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের পুলিশ সদস্য ডেরেক চাওভিন। ঘটনার পর এই কৃষ্ণাঙ্গকে হত্যার ভিডিও ছড়িয়ে পরে সারাবিশ্বে। যে কারণে এর বিরুদ্ধে সাড়া পড়েছে অনেক।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে থমকে আছে পুরো বিশ্ব। যুক্তরাষ্ট্রের অবস্থাও একই। এই সময়ে দেশটিতে চলছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। এমন সময় নিজেদের সমর্থন প্রকাশ করেছে অনেক ক্রীড়া ব্যক্তিত্বরা।

ওয়েস্ট ইন্ডিজের দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামির চাওয়া ক্রিকেট বিশ্ব এখন এই আন্দোলনে সরব ভূমিকা পালন করুক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে বিশদ এক বার্তা দিয়েছেন এই ক্যারিবিয়ান সাবেক এই অধিনায়ক।
স্যামি লিখেছেন, ‘আমার ভাইকে (জর্জ ফ্লয়েড) পায়ের তলায় পিষে হত্যার করার ভিডিও দেখার পরেও যদি বর্ণবাদের বিরুদ্ধে এখন যদি ক্রিকেট বিশ্ব আওয়াজ না তোলে, উঠে না দাঁড়ায়, তাহলে বুঝতে হবে আপনিও সমস্যার একটা অংশ।’
'আইসিসি এবং অন্যান্য ক্রিকেট বোর্ডরা কি দেখতে পাচ্ছে না, আমার মতো (কৃষ্ণাঙ্গ) মানুষদের সঙ্গে কী হচ্ছে? আমার মতো মানুষদের বিরুদ্ধে হওয়া সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন না আপনারা? এটা শুধু আমেরিকার বিষয় নয়, এটা প্রতিদিন হয়। কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান।’ আরও লিখেছেন স্যামি।
সবাইকে আওয়াজ তোলার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘এখন চুপ থাকার সময় নয়, আমি আপনাদের শুনতে চাই, আওয়াজ তুলুন। দীর্ঘদিন ধরেই কৃষ্ণাঙ্গ মানুষেরা এসব সহ্য করছে।'
'আমি এখন সেইন্ট লুসিয়াতে আছি এবং আমি খুবই হতাশ হবো যদি আপনারা আমাকে সতীর্থ হিসেবে দেখেন কিন্তু জর্জ ফ্লয়েডের ঘটনায় চুপ থাকেন। আপনি কি সমর্থন প্রকাশ করে পরিবর্তনের অংশ হবেন?’ আরও যোগ করেন তিনি।
বর্ণবাদের এই ইস্যুতে ক্রিকেট বিশ্ব এখনও তেমন কিছু বলেনি। বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থার পরিষ্কার করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) পক্ষ থেকে এখনও কিছু আসেনি।