আফ্রিদি-গম্ভীর দ্বন্দ্ব সমাধানে এগিয়ে এলেন ওয়াকার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত-পাকিস্তান এই দুই দেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক যেমন 'সাপে-নেউলে', ২২ গজের খেলায়ও সম্পর্কটা ঠিক তেমনি। খেলোয়াড়দের ভেতর সম্পর্ক তেমন একটা খারাপ না হলেও খুব একটা বনিবনা হয় না শহীদ আফ্রিদি এবং গৌতম গম্ভীরের। খেলোয়াড়ি জীবন থেকে শুরু হওয়া সম্পর্কের সেই বৈরিতা বজায় রয়েছে আজও।
সামনাসামনি খুব একটা দেখা হবার সুযোগ না থাকায় তাঁরা তাদের 'ঝগড়ার' মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমকে। দিনকে দিন এতোটাই বেড়ে যাচ্ছে তাদের বৈরিতা, যে তা সম্প্রতি সময়ে দৃষ্টিকটু পর্যায়ে চলে গেছে।

এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান বোলিং কোচ ওয়াকার ইউনুস। এমন বিদ্বেষপূর্ণ আচরণের জন্য তিনি দুষলেন দুইজনকেই।
ওয়াকার ইউনুস বলেন, ‘গম্ভীর আর আফ্রিদির লড়াইটা লম্বা সময় ধরেই চলছে। আমি মনে করি তাদের দুজনেরই স্মার্ট, বিচারবুদ্ধিসম্পন্ন হওয়া উচিত। এবার থামা উচিত তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমে আপনাদের এইসব কার্যকলাপ মানুষ উপভোগ করছে। আমার মনে হয়, তাদের দুজনেরই আরও বিচক্ষণ ও স্মার্ট হওয়া উচিত।’
চলমান এই সমস্যার সমাধানে উপায়ও বের করেছেন ৪৮ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, ‘এটা বর্তমানে অনেক দূর চলে গেছে। এখন তাদের প্রতি আমার পরামর্শ হলো, যদি সত্যিই এটা থামাতে না পারো, তবে বিশ্বের কোনো একটা জায়গায় একসঙ্গে দেখা করো এবং সামনাসামনি কথা বলো।’
ওয়াকার মনে করেন, পাকিস্তান আর ভারতের মধ্যে যতই রাজনৈতিক বৈরিতাপূর্ণ সম্পর্ক থাকুক না কেন, মাঠের খেলাটা চালিয়ে যাওয়া উচিত। রাজনৈতিক বৈরিতা দূরে ফেলে দুই দেশের পারস্পরিক খেলা ফের শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি।
ওয়াকারের ভাষ্যমতে, ‘যদি আপনি দুই দেশের মানুষকে জিজ্ঞেস করেন পাকিস্তান আর ভারতের খেলা উচিত কি না। সবাই, ৯৫ ভাগ মানুষই সম্মতি দেবে। দুই দেশের মধ্যে ক্রিকেট অবশ্যই হওয়া উচিত।’