বিশ্বকাপ না হলে আইপিএল খেলতে যাবেন স্মিথ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনা পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। অক্টোবরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও শঙ্কা রয়েছে। নির্ধারিত সময়ে বিশ্বকাপ মাঠে না গড়ালে সেই সময় আইপিএল আয়োজনের চেষ্টা চালাবে বিসিসিআই।
যদিও বিষয়টি পুরোটাই বিশ্বকাপের আয়োজন অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বিশ্বকাপের বদলে যদি আইপিএল হয় তবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ঘরোয়া আসরে খেলতে ভারতে উড়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন স্টিভেন স্মিথ।

অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি, আপনি যখন কোনো বিশ্বকাপে নিজের দেশের হয়ে খেলেন, ওয়ানডে বা টি-টোয়েন্টি ক্রিকেটে সেটাই আপনার জন্য সর্বোচ্চ সাফল্য। তাই অবশ্যই আমি (বিশ্বকাপে) খেলতে পছন্দ করব।’
আইসিসির সূচি অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও গেল সপ্তাহে দেশটির ক্রিকেট বোর্ডের (সিএ) প্রধান কেভিন রবার্টস বিশ্বকাপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
স্মিথের চাওয়া বিশ্বকাপ যদি না হয় তবে আইপিএল হোক। তিনি বলেন, ‘তবে যদি বিশ্বকাপ না আয়োজিত হয়, তবে আইপিএল রয়েছে। যদি বিশ্বকাপ স্থগিত করা হয়, তবে তাই হোক। (ফাঁকা সময়টাতে) ঘরোয়া প্রতিযোগিতা হিসেবে আইপিএল দুর্দান্ত।’
বিশ্বকাপ নির্ধারিত সময়ে মাঠে গড়ালেও ভালো হবে বলে ধারণা এই ডানহাতি ব্যাটসম্যানের, ‘যদি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, তবে দুর্দান্ত হবে। আর যদি না হয়, তাহলে... বিশ্বে এখন এমন একটা সময় চলছে, যখন ক্রিকেট নিয়ে ভাবা কিছুটা অপ্রাসঙ্গিক বলে মনে হয়। তাই আমাদের যখন ডাকা হবে, তখনই আমরা মাঠে ফিরব।’