ছোট রানআপের রহস্য জানালেন বুমরাহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডেথ ওভারে বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার ধরা হয় জসপ্রিত বুমরাহকে। উদ্ভট বোলিং অ্যাকশনের কারণে খুব অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন এই ভারতীয় পেসার। তবে তাঁর ছোটো রানআপ রহস্য হয়েই ছিল এতোদিন।

বুমরাহ মাত্র কয়েক স্টেপ দৌড়ে এসে বল করেন। যদিও তাঁর বলের গতি থাকে গড়ে ১৪০। সাধারণত গতিময় পেসাররা একটু লম্বা রানআপে বোলিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু বুমরাহ এর ব্যতিক্রম।
দুই ক্রিকেট গ্রেট শন পোলক আর ইয়ান বিশপের সঙ্গে রোববার এক লাইভ আড্ডায় নিজের বোলিং রানআপ নিয়ে খোলাখুলি করা বলেছেন বুমরাহ। তিনি বলেন, ‘ছোটবেলায় বাড়ির উঠোনে খেলতাম। কিন্তু সেখানে দৌড়ানোর জায়গা ছিল কম। আমি এখন যতটা দৌড়াই এরচেয়ে বেশি জায়গা ছিল না। উপায় না দেখেই তাই অতটুকু দৌড়াতাম।’
আর নিজের ব্যতিক্রমী বোলিং অ্যাকশন নিয়ে ভারতের এই সেনসেশন বলেন, ‘আমি সেভাবে প্রথাগত কোচিং পাইনি, কোন ট্রেনিং ক্যাম্প করেনি। আজ পর্যন্ত যাই শিখেছি, সবই নিজে নিজে, ভিডিও বা টিভিতে খেলা দেখে।’
নিজের এই অ্যাকশন কখনও বদলাতে চান না বুমরাহ। তাঁর ভাষ্য, ‘অনেকে অনেক কিছু বলেন। কারও কথা না শুনে নিজের শক্তির উপর আস্থা দিয়েছি। আর ছোট রানআপে গতি থাকলে রান আপ বাড়াতে যাব কেন।’