promotional_ad

ক্রিকেটের কসম কেটে অভিযোগ অস্বীকার করলেন সাব্বির

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিতর্কিত ঘটনায় সাব্বির রহমান সংবাদের শিরোনাম হয়েছেন বেশ কয়েকবার। রবিবার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন জাতীয় দলের বাইরে থাকা এই হার্ড হিটার। খবর ছড়িয়ে পড়ে যে রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীর গায়ে হাত তুলেছেন তিনি। এই অভিযোগ অস্বীকার করেছেন সাব্বির।


অভিযোগ ওঠে রবিবার বিকাল পৌনে ৫ টার দিকে নগরীর বেলদারপাড়া এলাকায় কর্মচারীর নাম বাদশা মিয়ার (৪৫) গায়ে হাত তুলেছেন সাব্বির। খনিকের মধ্যে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।



promotional_ad

সাব্বিরের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, 'ক্রিকেটের কসম খেয়ে বললাম, কিছুই হয়নি। শুধু তর্কাতর্কি হয়েছে। আমি ওর গায়ে হাত তুলিনি। সে আমার বাড়ির সামনে ময়লার ভ্যান রেখেছিলো, আমি আর আমার স্ত্রী বাইরে থেকে আসছিলাম। বাড়ির সামনে ভ্যান থাকলে গাড়ি কিভাবে প্রবেশ করাবো? ভ্যানের সামনে লোকও নেই, সে পাশে গল্প করছে।' 


'এরপর সে এসে আমার দিকে তাকিয়ে কি যেন বলে। আমি ওকে ত্রান দেই, গরিব মানুষ। পরে জিজ্ঞেস করি ভাই কোন সমস্যা? পরে সে বলে আমি হর্ন কেন দিচ্ছি? আমি ওকে ভ্যান সড়াতে বললে তখন তর্কাতর্কি হয়। সে যে আমার বাসায় ১০০জন লোক নিয়ে এসে আমার বাবা-মাকে হুমকি দিল এটা কেউ শুনলো না।' সাব্বির আরও যোগ করেন।


এরপর নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও সাব্বিরের শুরেই কথা বলেন। ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, 'ঘটনা কি হয়েছে সেটা জানি না। তবে পরিছন্ন কর্মীর সঙ্গে তর্কাতর্কি হয়েছে এতোটুক জানি। এটা তেমন কোনো বড় ঘটনা নয়।' 



'এই ব্যাপারে কেউই কোনো প্রকার অভিযোগ দিতে রাজি হয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছু পায়নি। দুজন দুইদিকে চলে গেছিলো। এটা বড় কোন ঘটনা না, বাসার গেটে হর্ন দিচ্ছিলো, সে শুনেনি। এই নিয়ে কথা কাটাকাটি হয়েছে। এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে, বড় কিছু নয়া।' আরও যোগ করেন ওসি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball