promotional_ad

অন্যায়ভাবে কুমিল্লাকে বাদ দেয়া হয়েছিল সেদিন: নাফিসা

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের জনপ্রিয় ফ্র‍্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২০১২ সালে যাত্রা শুরু হয় এই টুর্নামেন্টটির। বড় বড় টুর্নামেন্টে থাকে নানা বিতর্ক। বিপিএলের প্রায় প্রতিটি আসরেই ছিল তেমনই কিছু না কিছু বিতর্ক। তেমনই একটি বিতর্কিত ঘটনা ঘটেছিল লিগের অন্যতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে।


ঘটনাটি ঘটেছিল বিপিএলের পঞ্চম আসরে। সেবার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সত্বেও নিয়মের মারপ্যাচে পড়ে শিরোপার স্বাদ নেয়া হয়নি কুমিল্লার। বৃষ্টিবিঘ্নিত একটি ম্যাচের কারণে ঢাকা ডায়নামাইটসের সঙ্গে রান রেটে পিছিয়ে পড়ায় তৃতীয় অবস্থানে থেকে বিপিএল মিশন শেষ করতে হয়েছিল আসরের শিরোপার অন্যতম দাবীদার কুমিল্লা। 


বিষয়টিকে নিজেদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায় হিসেবে দাবী করছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল। সম্প্রতি ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক লাইভ সাক্ষাৎকারে তিনি এমনটাই দাবী করেন। 



promotional_ad

নাফিসা কামাল বলেন, 'আমরা বিপিএলে চারবারের মধ্যে দুইবার চ্যাম্পিয়ন হয়েছি। জানি না কে কি বলবে কিন্তু এর পরের বছর আমাদের সাথে অন্যায় করা হয়েছে। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচের কথা বলছি। সে বছর আমরা টেবিলের শীর্ষ দল ছিলাম। আমি আশাবাদী ছিলাম আমরা ফাইনাল খেলবো। আমার একটা লক্ষ্য থাকে আমরা মাঠে নামলেই আমরা শিরোপা জিতবো। শিরোপা জয় ছাড়া অন্য কিছু ভাবি না। আর সেটা পুরো দলের মধ্যে একজন একজন করে ছড়িয়ে যায়।'


২০১৫ সালে শিরোপা জয়ের পর ২০১৬ সালের আসরে ধ্বস নেমেছিল দলটির। এক আসরের ব্যবধানে চ্যাম্পিয়ন থেকে সোজা নেমে গিয়েছিল টেবিলের একদম তলানীতে। এর কারণ হিসেবে নাফিসা নিজেদের দোষ স্বীকার করে নিলেন অকপটেই। জানালেন অতিরিক্ত আত্মবিশ্বাসই প্রধান কারণ ছিল দলের এমন ভরাডুবির।


নাফিসা এ প্রসঙ্গে বলেন, '২০১৬ সালে আমরা ভালো করতে পারি নি আসলে তার মূল কারণ হতে পারে আমরা ২০১৫ সালে খুব বেশি ভালো করেছি যার ফলে অতিরিক্ত আত্মবিশ্বাস ছিলাম আর এটার প্রভাব পড়েছে হয়তো।'


২০১৫ সালে বিপিএলে যোগ দিয়েই নবাগত দল হিসেবে শিরোপা অর্জন করেছিল কুমিল্লা। এরপর ৫ম আসরে ভাগ্যের নির্মম পরিহাসে তৃতীয় স্থান অর্জন করেছিল দলটি। তার পরের বছরই সেই ঢাকাকে হারিয়েই শিরোপা পুনরুদ্ধার করে নাফিসা কামালের দল। 



এখন পর্যন্ত বিপিএলে ৬৪টি ম্যাচ খেলেছে কুমিল্লা। এর ভেতর ৩৭টিতে জয়, ২৬তি পরাজয় এবং একটি টাইয়ে ৫৯.৩৮ শতাংশ জয়ের রেটে বিপিএলের অন্যতম সেরা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball