promotional_ad

কুমিল্লা শিবিরে পরিবর্তন এনেছিলেন আফ্রিদি

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। কিন্তু এরপরও থেমে থাকেনি তার ২২ গজে। খেলে যাচ্ছেন নামী দামি টি-টোয়েন্টি ফ্র‍্যাঞ্চাইজি লিগে। তিনি আর কেউ নন। পাকিস্তানের সাবেক তারকা খেলোয়াড় শহীদ আফ্রিদি। 


তার নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে দৃষ্টিনন্দন চার ছক্কার বাহারি শটের সমারোহ এবং উইকেট শিকারের পর দুই হাত ছড়িয়ে একাকি উদযাপনের দৃশ্য। বাংলাদেশের টি-টোয়েন্টি ফ্র‍্যাঞ্চাইজি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলেছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। বিপিএলের প্রথম আসর থেকেই মাতিয়ে যাচ্ছেন প্রায় প্রতিটি আসর। 



promotional_ad

শুরুটা ঢাকা গ্লাডিয়েটরস দিয়ে হলেও দুই আসর পরই ঠিকানা বদলেছেন আফ্রিদি। খেলেছেন সিলেট, রংপুরের হয়ে। যেই দলেই খেলেছেন, দলের জন্য নিজের পুরোটাই বিলীন করে দিয়ে খেলেছেন তিনি। ২০১৯ সালে আফ্রিদিকে দলে ভেরায় কুমিল্লা ভিক্টোরিয়ানস। 


কুমিল্লা দলে তার আগমণে দলের ভোলই পাল্টে গিয়েছিল বলে মনে করেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বত্বাধিকারী নাফিসা কামাল। তার মতে দলকে অনেক পরিবর্তন এনে দিয়েছিলেন আফ্রিদি।


সম্প্রতি ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক লাইভ সাক্ষাৎকারে এ কথা জানান নাফিসা কামাল।



তিনি বলেন, 'আফ্রিদি আসায় অনেক পরিবর্তন এসেছে। আফ্রিদির আমাদের দলে আসাটা আমাদের জন্য বেশ সম্মানের ছিলো। এতো সুন্দর করে আমাদের সাথে সে কো-অপারেট করেছে বিপিএলে সেটা আসলেই প্রশংসার বিষয়। একজন গাইডিং ফিগার হিসেবে ভূমিকা পালন করেছেন। অনেক দায়িত্ব নিয়ে কাজ করেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball