promotional_ad

লঙ্কানদের বিপক্ষে ইনিংসটিই স্পেশাল মুশফিকের কাছে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


২০০৫ সালের ২৬ মে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। এরপর কেটে গেছে প্রায় ১৫ টি বছর। কিছুদিনের ভেতর মুশফিক অতিক্রম করবেন বাংলাদেশ দলের হয়ে খেলার ১৫তম বছর।


এই ১৫ বছরে মুশফিক খেলেছেন ৭০টি টেস্ট, ২১৮টি ওয়ানডে এবং ৮৬টি টি-টোয়েন্টি ম্যাচ। ঝুলিতে পুরেছেন ১৪টি শতক এবং ৫৯টি অর্ধশতক। যার ভেতর রয়েছে টেস্টে ২১৯ এবং ওয়ানডেতে ১৪৪ রানের দুর্দান্ত দুটি ইনিংস।



promotional_ad

এতো সব ইনিংসের ভেতর মুশফিক আত্মতুষ্টি পেয়েছেন কেবলমাত্র একটি ইনিংসেই। ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫০ বলে ১৪৪ রানের ইনিংসটিতে। সেই ম্যাচে মুশফিকের ১৪৪ রানে ভর করে লঙ্কানদের ২৬২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। সেই সঙ্গে ১৩৭ রানের বড় জয় দিয়ে এশিয়া কাপের আসর শুরু করেছিল টাইগাররা।


সম্প্রতি জাতীয় দলের ওয়ানডে ওপেনার তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে মুশফিক এ কথা জানান।


মুশফিক বলেন, '১৪৪, যেটা আমি শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলাম। ওটা আসলে অন্যরকম স্পেশাল আমার কাছে। অনেক প্রতিকূলতা ছিলো, আমার শরীরও ঠিক ছিলো না। ইনজুরি ছিলো। কন্ডিশন ভালো ছিল না। আসলে সব কিছু মিলিয়ে ওটা আমার কাছে অন্যরকম স্পেশাল একটি ইনিংস।'



কিন্তু জাতীয় দলের ওয়ানডে দলপতির মতে মুশি তাঁর সেরা ইনিংসটি খেলেছিলেন ২০১২ সালে এশিয়া কাপে ভারতের বিপক্ষে।


তামিম এ প্রসঙ্গে বলেন, 'আমি যদি বলতাম তোর (মুশফিক) হয়ে, সেটা হতো ২০১২ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে খগেলা ইনিংসটি। ওই যে তুই দুইটা ছয়, তিনটা চারটা চার মারলি। আমার কাছে মনে হয় ওটা অন্যরকম ইনিংস ছিলো তোর।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball