promotional_ad

নিজের মৃত্যুর গুজবে হতবাক ইয়াসির শাহ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শুক্রবার (২২ মে) পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিমান অবতরণের কয়েক মুহূর্ত আগেই দুর্ভাগ্যজনকভাবে বিধ্বস্ত হয়। বিমানে থাকা ১০৭ জন যাত্রীর ভেতর ৯৭ জন যাত্রী মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারান।


দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে একটি গুজবও। সেটি হল- দুর্ঘটনাকবলিত বিমানে ছিলেন পাকিস্তানি তারকা ক্রিকেটার ইয়াসির শাহ এ???ং মর্মান্তিক এই দুর্ঘটনায় নাকি তাঁর মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এই গুজবটি।



promotional_ad

খবরটি শোনার পর স্বাভাবিকভাবেই তাঁর ভক্তকূল শোকে মূহ্যমান হয়ে পড়ে। শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর রুহের মাগফিরাত কামনা করে পোস্ট দেয়া।


এতো কিছু ঘটে গিয়েছে অথচ এসব কিছুই জানেন না খোদ ইয়াসির শাহ। নিজের মৃত্যুর খবর দেখে হতবাক হয়ে পড়েন এই ক্রিকেটার। বহাল তবিয়তে রয়েছেন নিজের বাসায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভুয়া খবরের প্রতিবাদ জানান ইয়াসির নিজেই। টুইটারে এক টুইট করে জানিয়ে দেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।


ইয়াসির টুইটে লিখেন, ‘সর্বশক্তিমান স্রষ্টাকে ধন্যবাদ। আমি বাড়িতে নিরাপদেই আছি। বিমান দুর্ঘটনায় যারা মারা গেছেন আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন, আমরা সবাই সে দোয়া করি।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball