promotional_ad

অধিনায়কত্ব পেয়েই শোয়েব-লতিফদের চক্ষুশূল বাবর

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


১৩মে (বুধবার) ওয়ানডে অধিনায়ক হিসেবে বাবর আজমের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে দায়িত্ব নেয়ার কয়েকদিনের মাথায় দুই সাবেক ক্রিকেটার শোয়েব আখতার এবং রশিদ লতিফের সমালোচনার মুখে পড়েছেন তিনি। 


ওয়ানডেতে নেতৃত্বভার পাওয়ার পর একটি ভিডিও কনফারেন্সে ইংরেজি বলার দক্ষতা নিয়ে কথা বলেন বাবর আজম। ইংরেজি বলতে না পারার বিষয়টিকে খুব বড় কোনো সমস্যা হিসেবে দেখছেন না তিনি। আর তাই বলেছেন, ‘আমি তো লাল চামড়ার মানুষ নই যে ইংরেজি ভালো বলতে পারব।’



promotional_ad

বাবরের এই বক্তব্য মোটেই সহজভাবে নেননি শোয়েব এবং লতিফ। ২৫ বছর বয়সী ক্রিকেটারকে রীতিমত ধুয়ে দিয়েছেন তাঁরা। বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক ইমরান খানের প্রসঙ্গ টেনে শোয়েব বলেন, ‘বাবর আজম ইমরান খানের মতো অধিনায়ক হতে চায়, সেটা শুধু খেলার দিকে হলেই হবে না। তোমাকে ইমরান খানের বইয়ের পাতা থেকে ব্যক্তিত্বটাও নিতে হবে।’


শুধু তাই নয়, বাবরকে যোগাযোগের দক্ষতা বাড়ানো থেকে শুরু করে ব্যক্তিত্বেও পরিবর্তন আনতে হবে বলে জানান শোয়েব। সাবেক এই গতি তারকা বলেছেন, ‘দয়া করে এমন কথা বলো না যেটা আমরা গত ১০ বছর ধরেই জানি। আমরা এসব কথা শুনতে চাই না। বাবরকে তার যোগাযোগের দক্ষতা, ব্যক্তিত্ব, সামনে থেকে নেতৃত্ব দেয়ার ক্ষমতা, ফিটনেস ইত্যাদিও বাড়াতে হবে। আমার মনে হয়, তাকে অনেক কিছুই প্রমাণ করতে হবে।’


ভিডিও কনফারেন্সে নিজের লক্ষ্য সম্পর্কে বক্তব্য না দেয়ার কারণে সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফও সমালোচনা করেন বাবরের। তাঁর ভাষ্যমতে, ‘যখন একজন অধিনায়ক প্রেস কনফারেন্সে বসে, সে তার লক্ষ্য নিয়ে কথা বলে। তার কথায় সেগুলো ছিলই না। আমাদের অধিনায়ক ভাষার প্রতিবন্ধকতা নিয়ে কথা বলে শিরোনাম হলেন। বিরাট কোহলির সঙ্গে তুলনা নিয়ে কথা বললেন, যেগুলো কিনা আমরা আগে থেকেই জানি।’



অধিনায়ক হিসেবে বাবরের আরো পরিণত হওয়া উচিত জানিয়ে রশিদ লতিফ আরো বলেন, 'যে স্ক্রিপ্ট দেয়া হয়েছে, সেটি অনুসরণ না করে বাবরের উচিত ছিল আরও দৃঢ়তার সঙ্গে কথা বলা। তুমি ইতিমধ্যেই দেখিয়ে দিলে যে তোমার মানসিকতা এবং অ্যাপ্রোচ যথেষ্ট পরিণত হয়নি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball