শুরুটা ডিপিএল দিয়েই হোক, চাওয়া মুমিনুলের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রথম রাউন্ডের খেলা শেষ হতে না হতেই করোনাভাইরাসের প্রভাবে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেয়া হয় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল)। গেল মার্চের ১৬ এই ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
করোনার প্রভাবে একই সঙ্গে বন্ধ রয়েছে দেশের সকল প্রকার ক্রিকেট ইভেন্ট। লম্বা সময়ের বিরতি শেষে খেলা কবে মাঠে ফিরবে তা জানা নেই কারোই। তবে যেদিনই ফিরুক ইতোমধ্যেই ডিপিএল দিয়ে খেলা শুরু করার আহ্বান জানিয়েছেন তামি-মুশফিকসহ তারকা খেলোয়াড়রা।

সেই একই সুরে গান গাইলেন জাতীয় দলের টেস্ট দলপতি মুমিনুল হক। জানালেন মাঠে খেলা ফিরলে তা ডিপিএল দিয়েই ফেরা উচিৎ। শুক্রবার (২২ মে) ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক লাইভ সাক্ষাৎকারে মুমিনুল এ প্রত্যয় ব্যক্ত করেন।
মুমিনুল বলেন, 'আমি যেটা মনে করি যে, বর্তমানে বাংলাদেশের ক্রিকেট যখন শুরু হবে তখন সেটা প্রিমিয়ার লিগ দিয়ে শুরু হওয়াই ভালো। এটা আসলে সবার জন্যই ভালো। সামনে যাদের আন্তরজাতিক খেলা আছে তাদের জন্যও ভালো।'
কারণ হিসেবে মুমিনুল জানান, লম্বা সময় ক্রিকেট থেকে দূরে থাকলে খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে পারফরম্যান্সে প্রভাব পড়বে। যার উদাহরণ হিসেবে টেনেছেন নিজেকেই।
এ প্রসঙ্গে বাংলাদেশের ক্রিকেটের লঙ্গার ভার্শনের এই দলপতি বলেন, 'এভাবে এতো দিন ক্রিকেট না খেলে আপনি যতোই অনুশীলন করেন না কেনো এটা খুবই কঠিন। এটা আমার চেয়ে ভালো হয়তো কেউ জানেনা। কেননা আমি অনেকদিন পরপর টেস্ট খেলেছি। তাই যারা ওয়ানডে খেলেন, তাদের জন্য এটা খুবই কঠিন ঘরোয়া ক্রিকেট না খেলে আন্তর্জাতিক ক্রিকেট খেলা। আমার কাছে মনে হয় ডিপিএল দিয়ে খেলাটা শুরু হলেই সবার জন্য ভালো হয়।'