উইলিয়ামসনের স্মৃতিতে মিরপুর স্টেডিয়াম

ছবি: ফাইল ফটো

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে করেছিলেন কেন উইলিয়ামসন। তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভ আড্ডায় সেই স্মৃতি রোমন্থন করেন নিউজিল্যান্ডের অধিনায়ক।
উইলিয়ামসনকে প্রথমে সেই স্মৃতি মনে করিয়ে দেন তামিম। এরপর উইলিয়ামসন বলেন, 'হ্যাঁ হ্যাঁ, মিরপুরেই আমার প্রথম শতক ছিল। আমার যতটুক মনে পড়ে তখন অনেক গরম ছিল। আমার ক্র্যাম্প হয়েছিল।'

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দুই ইনিংসে ডাক মারেন উইলিয়ামসন। পঞ্চম ইনিংসটি ছিল বাংলাদেশের বিপক্ষে। মিরপুরে সেই ম্যাচে ব্যাট হাতে ১০৮ রান করেন উইলিয়ামসন, যা তাঁর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
সেই ম্যাচে অবশ্য জয়ের হাসি হাসে বাংলাদেশ। আগে ব্যাটিং করে অধিনায়ক সাকিব আল হাসানের সেঞ্চুরিতে (১০৬ রান) ২৪১ রান করে বাংলাদেশ।
জবাবে উইলিয়ামসনের সেঞ্চুরির পরও ২৩২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বাংলাদেশের জন্য অবশ্য সেই সিরিজটি সারা জীবন মনে রাখার মতো। নিউজিল্যান্ডকে সেই সিরিজে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
স্মৃতি রোমন্থন করতে থাকা উইলিয়ামসন আরও বলেন, 'ওই ম্যাচের পর আমি বুঝতে পেরেছিলাম পেশাদার ক্রিকেটারদের ভালো খাদ্য, পানীয়- সবকিছু নিশ্চিত করা উচিৎ।
আমাদের জন্য সেটা কঠিন সফর ছিল। নিজেদের মাঠে তোমরা দারুণ খেলছিলে। আর মাঠে তোমাদের যে পরিমাণ সমর্থন, তাতে তোমাদের বিপক্ষে খেলাটা রোমাঞ্চকরও বটে!'