promotional_ad

তামিমের লাইভে আসছেন কেন উইলিয়ামসন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আরও একটি চমক নিয়ে উপস্থিত হতে যাচ্ছেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে দলপতির লাইভ অনুষ্ঠানে এবার আসছেন কেন উইলিয়ামসন। ২১ মে দুপুর ৩টায় তামিমের অতিথি নিউজিল্যান্ডের এই অধিনায়ক। 


বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে। এখন পর্যন্ত সবকটি লাইভ রাত সাড়ে ১০টায় করেছেন তামিম ইকবাল। কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য থাকায় এদিন দুপুরে অনুষ্ঠিত হবে  লাউভ অনুষ্ঠানটি।



promotional_ad

মুশফিকুর রহিমকে দিয়ে শুরু হওয়া এই লাইভ সেশনে তামিমের অতিথি হিসেবে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন। শনিবার ১৬ মে এসেছিলেন মুমিনুল হক, তাইজুল ইসলাম এবং লিটন দাস।

বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয় এবং হাবিবুল বাশারকে নিয়ে লাইভ সেশন চালিয়েছেন তামিম। শুধু দেশিদের এনেই থেমে যাননি তামিম। গেল বুধবার বিদেশি অতিথি হিসেবে এসেছিলেন ফাফ ডু প্লেসি।


শুক্রবার ক্রিকেটপ্রেমিদের আরও একটি চমক উপহার দিয়েছেন তামিম। ভারতের রোহিত শর্মাকে লাইভে নিয়ে এসেছিলেন তিনি। তৃতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে এসেছিলেন বিরাট কোহলি। এবার চতুর্থ বিদেশি হিসেবে এই অনুষ্ঠানে আসছেন উইলিয়ামসন।


এর আগে মঙ্গলবার বাঁহাতি এই ওপেনারের অনুষ্ঠানে এসেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। সঙ্গে ছিলেন খালেদ মাসুদ পাইলট, আকরাম খান এবং মিনহাজুল আবেদীন নান্নুরা। এক ঘন্টার ওপর চলে এই লাইভ অনুষ্ঠান। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball