ধোনি-কোহলিকে বাদ দিয়েই সেরা একাদশ গড়লেন গাভাস্কার
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ সাজিয়েছিলেন রমিজ রাজা। এবার একই পথে হাঁটলেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। দুই দেশের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়েছেন যৌথ একাদশ। সেরারা জায়গা পেলেও গাভাস্কারের দলে জায়গা হয়নি মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির।
সম্প্রতি রমিজ রাজার সঙ্গে কথোপকথনের সময় গাভাস্কার দুই দেশের খেলোয়াড়দের সমণ্বয়ে পছন্দের একাদশ গড়েন। গাভাস্কার তাঁর একাদশে নিয়েছেন ভারতের ছয় ও পাকিস্তানের পাঁচ খেলোয়াড়কে।

সেরা একাদশে ওপেনার হিসেবে জায়গা করে নিয়েছেন বীরেন্দ্র শেবাগ এবং পাকিস্তানের হানিফ মোহাম্মদ। পাকিস্তানের সবচেয়ে সফল তিন নম্বর ব্যাটসম্যান জাহির আব্বাস ও মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার রয়েছেন গাভাস্কারের পছন্দের টপ অর্ডারে।
গাভাস্কার তাঁর দলের পাঁচ নম্বর ব্যাটসম্যান হিসেবে রেথেছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান গুণ্ডাপ্পা বিশ্বনাথকে। সেই সঙ্গে আরও রয়েছেন কপিল দেব, ইমরান খান, ইয়ান বোথাম ও রিচার্ড হ্যাডলি। উইকেট সামলানোর দায়িত্ব পেয়েছেন সৈয়দ কিরমানি।
ভারতীয় এই কিংবদন্তি তাঁর একাদশের বোলিং ডিপার্টমেন্ট সাজিয়েছেন ওয়াসিম আকরাম, আব্দুল কাদির এবং বিএস চন্দ্রশেখরকে নিয়ে।
গাভাস্কারের পছন্দের ভারত ও পাকিস্তানের যৌথ দল: হানিফ মোহাম্মদ, বীরেন্দ্র শেবাগ, জাহির আব্বাস, শচীন টেন্ডুলকার, গুন্ডাপ্পা বিশ্বনাথ, কপিল দেব, ইমরান খান, সৈয়দ কিরমানি, ওয়াসিম আকরাম, আব্দুল কাদির, বিএস চন্দ্রশেখর।