সাকিবের বল খেলতে বেশি সমস্যা হয়: মুশফিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞার কারণে দুই বছরের জন্য (এক বছরের স্থগিতাদেশ) ক্রিকেট থেকে নির্বাসিত রয়েছেন এই টাইগার অলরাউন্ডার। নিষেধাজ্ঞা পাবার আগ পর্যন্ত ছিলেন বিশ্বের সেরা অলরাউন্ডার। তাঁর বল খেলতে বিপাকে পরতে হতো অনেক ব্যাটসম্যানকেই।
প্রতিপক্ষের ব্যাটসম্যানরাতো বটেই। সাকিবের বল খেলতে বিপাকে পরতেন তাঁর সতীর্থরাও। এমনটাই দাবী করছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম।

সম্প্রতি ফেসবুক লাইভে তিনি এ কথা জানা???। সেই লাইভের সঞ্চালকের প্রশ্ন ছিল বাংলাদেশের কার বল খেলতে সবচেয়ে বেশি কষ্ট হয়। মুশফিক অকপটেই স্বীকার করেন সাকিব আল হাসানের বল খেলতে তাঁর সবেচেয়ে বেশি কষ্ট হয়।
সেই সঙ্গে যদি কখনো সুযোগ পান তাহলে আফগান অলরাউন্ডার রাশিদ খানকে বাংলাদেশ দলে খেলাতে চান বলেও মন্তব্য করেন মুশফিক।
অনেক সময় ক্রিকেটাররা ক্রিকেট থেকে সম্পুর্ণরূপে অবসর নিতে পারেননা। ফিরে আসতে হয় ক্রিকেটেই। কখনো কোচ হয়ে, কখনো বোর্ডের দায়িত্ব নিয়ে আবার কখনোবা ধারাভাষ্যকার হিসেবে। মুশফিকও এমনটাই চান। এই ক্রিকেট থেকে অবসরের পর আবার সেই ক্রিকেটেই ফিরে আসতে চান তিনি। ক্রিকেটার হিসেবে অবসরের পর কাজ করতে চান ধারাভাষ্যকার হিসেবে।
সঞ্চালক মুশফিককে প্রশ্ন করেছিলেন, ক্রিকেট ছাড়ার পর কি করবেন? মুশফিক কিছুটা ভেবে উত্তর দিলেন, 'কমেন্ট্রি করার ইচ্ছা আছে।'