রান তাড়ায় সাফল্যের রহস্য জানালেন কোহলি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রান তাড়ায় বর্তমান বিশ্বের অন্যতম সফল দল ভারত। সম্প্রতি তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে আড্ডায় ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, বড় রান তাড়া করতে নেমে কিভাবে নিজেদের টেম্পারমেন্ট ধরে রাখেন তারা।
কোহলি জানিয়েছেন যেকোনো পরিস্থিতিতে যেভাবে চিন্তা করা যাবে সেটাই ঠিক করে দেবে ব্যাটিং কেমন হবে। এই রান তাড়ার আত্মবিশ্বাসটা স্বভাবসুলভ ভাবেই তাঁর মধ্যে আছে বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক। রান তাড়াকে কখনও চাপ হিসেবে দেখেন না কোহলি। এটাকে সুযোগ হিসেবেই লুফে নেন তিনি।
এ প্রসঙ্গে কোহলি বলেছেন, 'রান তাড়া করা এমন একটা বিষয় যেখানে আপনাকে একদম আসল ধারণাটা দিয়ে দেয় যে আপনাকে কত রান করতে হবে। তখন সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। আমার মতে এর চেয়ে পরিষ্কার অবস্থা আর নেই।আপনার সেই অবস্থাটা কিভাবে দেখছেন সেটা আপনার ওপর নির্ভর করে। আমি রান তাড়ার বিষয়টাকে প্রেশার হিসেবে দেখি না। এটা আমার কাছে উপযুক্ত সুযোগ হিসেবে হিসেবে বিবেচিত হয় ম্যাচ জেতার জন্য। সবচেয়ে জরুরি হচ্ছে এটা এমনই একটি সুযোগ যেখানে আপনি নটআউট হয়ে ফিরে আসতে পারেন। এর থেকে গ্যারান্টেড সিচুয়েশন আর হয় না।'

রান তাড়ার উদাহরণ টানতে গিয়ে কোহলি ২০১২ সালের একটি ম্যাচের গল্প বলেছেন তিনি। হোবার্টে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কা মাত্র ৪ উইকেট হারিয়ে তোলে ৩২০ রান।জবাবে ব্যাট করতে নেমে কোহলির অন্যবদ্য সেঞ্চুরিতে ৭ উইকেট হাতে রেখেই জয় পায় ভারত। সেই ম্যাচে দুই ভাগে টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল কোহলির।
ম্যাচটিকে অর্ধেক অর্ধেক ভাগ করে পরিকল্পনা করেছিলেন বলে জানালেন ভারতের বর্তমান অধিনায়ক। লঙ্কানদের বিপক্ষে সেই ম্যাচে ৮৬ বলে ১৩৩ রানের অপরাজিত ইনিংসে নিজের ক্যারিয়ারের সঙ্গে ভারতীয় ক্রিকেটেরও বাঁক বদলে দিয়েছিলেন কোহলি। কোহলি অনেকবারই বলেছেন সেই ম্যাচের পর আর কোনো দিন রান তাড়া করতে নেমে চাপে পড়েননি তিনি।
কোহলির ভাষ্য, 'আমার একটা ম্যাচ মনে আছে শ্রীলংকার বিপক্ষে হোবার্টে। আমার কোয়ালিফাই করতে হলে ৪০ ওভার করতে হতো ৩৩০ এর মতো। আমি ম্যাচের অর্ধেক পর্যায়ে রায়না এবং আরেকজনের সঙ্গে কথা বলি (মনে নেই)। এই ম্যাচটাকে আমরা দুইটা ২০ ওভারের ম্যাচের মতো খেলবো। আমাদের দেখতে হবে না ৪০ ওভার বা বড় লক্ষ্য।'
'আমরা দেখি প্রথম ২০ ওভারে রান কত হয় এরপর পরের ২০ ওভারে আমরা আরেকটা টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবো। আমাদের উইকেট হাতে থাকবে বা ২ উইকেট পড়লেও আমরা ঠিক পথে থাকবো। বাকি ৮ উইকেটের সাহায্য পরের ২০ ওভারে ওভার প্রতি ১২ রানের মতো করেও নেয়া সম্ভব,' যোগ করেন তিনি।