তামিমের লাইভে বিশেষ অতিথি ওয়াসিম আকরাম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সোমবার ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বড় উপহার দিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে দলপতির লাইভ অনুষ্ঠানে আসছিলেন বিরাট কোহলি। প্রায় ২৭ মিনিটের মতো আড্ডা দেন এই দুজন। লাইভ শেষে মঙ্গলবারের অতিথির নাম ঘোষণা করেন তামিম। যেখানে থাকছে আরও একটি চমক।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম আসছেন আড্ডা দিতে। সঙ্গে থাকবেন খালেদ মাসুদ পাইলট, আকরাম খান এবং মিনহাজুল আবেদীন নানু। ১৯৯৯ বিশ্বকাপের বিষয়েও আড্ডা হবে এই লাইভ অনুষ্ঠানে।
তামিম বলেন, 'কালকেও একটা চমক রয়েছে, অনেক বড়ই বলতে পারেন। আমাদের সাথে থাকবেন খালেদ মাসুদ পাইলট, আকরাম খান এবং মিনহাজুল আবেদীন নানু এই তিনজন সহ বিশেষ অতিথি হিসেবে থাকবেন ওয়াসিম আকরাম।'

'আমাকে অনেক দেশি কোচরা ফোন করে বলেছেন ওয়াসিম আকরামকে যদি আনা যায়, যদি বোলিং টিপসের ব্যাপারে জানা যায় তাহলে অনেক কিছু শেখা যাবে। আশা করছি কালকের শোটা বড় হবে। ওয়াসিম আকরাম যেহেতু থাকবে ৯৯ বিশ্বকাপ নিয়ে কথা বলবো।' আরও যোগ করেন এই ওপেনার।
করোনাভাইরাস থমকে দিয়েছে মানুষের জনজীবন। মাস খানেকের ওপর ধরে মাঠের খেলাও বন্ধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীদের কিছুটা হলেও স্বস্তিতে রেখেছেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইন্সটাগ্রামে ক্রিকেটারদের লাইভ সেশন চালিয়ে যাচ্ছেন তিনি।
মুশফিকুর রহিমকে দিয়ে শুরু হওয়া এই লাইভ সেশনে তামিমের অতিথি হিসেবে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন। শনিবার ১৬ মে এসেছিলেন মুমিনুল হক, তাইজুল ইসলাম এবং লিটন দাস।
বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয় এবং হাবিবুল বাশারকে নিয়ে লাইভ সেশন চালিয়েছেন তামিম। শুধু দেশিদের এনেই থেমে যাননি তামিম। গেল বুধবার বিদেশি অতিথি হিসেবে এসেছিলেন ফাফ ডু প্লেসি।
শুক্রবার ক্রিকেটপ্রেমিদের আরও একটি চমক উপহার দিয়েছেন তামিম। ভারতের রোহিত শর্মাকে লাইভে নিয়ে এসেছিলেন তিনি। এবার তৃতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে এসেছিলেন কোহলি।