promotional_ad

বাংলাদেশকে আতিথ্য দিতে প্রস্তুত শ্রীলঙ্কা

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রকোপ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠলেও শ্রীলঙ্কায় এর বিস্তার সংকীর্ণ হয়ে আসছে। যার কারণে মাঠে ক্রিকেট ফেরানোর ব্যাপারে আশাবাদী শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। জুন মাসের শেষ দিকে ভারত ও জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দুটি নির্ধারিত সময়েই আয়োজন করতে চায় এসএলসি।


এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা ইএসপিএনক্রিকইনফোকে বলেন, “ভারত ও বাংলাদেশ, উভয় বোর্ডের কাছে আমরা জানতে চেয়েছি এবং তাদের উত্তরের অপেক্ষায় আছি। এখনও পর্যন্ত বলতে পারি, সিরিজ দুটি স্থগিত হয়নি।”


এদিকে এই সিরিজগুলোর ভাগ্য শুধুমাত্র ক্রিকেট বোর্ডগুলোর চাওয়াতেই হচ্ছে না। শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশ সরকারও পৃথক পৃথকভাবে ভূমিকা রাখতে হবে এখানে।



promotional_ad

সবার আগে শ্রীলঙ্কায় ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে হবে দেশটির সরকারকে। এরপর ভারত ও বাংলাদেশ সরকারও আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এরপর শ্রীলঙ্কাকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।


এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, “ভ্রমণ নিষেধাজ্ঞার পরিস্থিতির দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের, দুই দেশের কোয়ারেন্টিন বিধিও দেখতে হবে। 
ওদের সঙ্গে আমাদের আলোচনা চলছে এবং তাতে সব প্রসঙ্গই উঠে আসছে।


ক্রিকেটারের প্রস্তুতির ব্যাপারটিও ভাবতে হবে আমাদের। ক্রিকেটাররা অনুশীলনে ফিরতে পারলে সফরের অন্যান্য দিকগুলো ঠিক করতে পারি আমরা।”


জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের। এই ম্যাচগুলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশের আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা র??েছে ভারতের। 



শ্রীলঙ্কায় এখন কোভিড-১৯ সংক্রমিত রোগীর সংখ্যা পাঁচশ'র কম। ধীরে ধীরে লকডাউন শিথিল করে দিচ্ছে সেখানকার সরকার। বাংলাদেশে অবশ্য এর পুরো বিপরীত চিত্র দেখা যাচ্ছে। প্রতিদিনই এক থেকে দেড় হাজারের মতো নতুন করে সংক্রমিত হচ্ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball