স্টেডিয়াম খুলছে ভারতের; এখনও শঙ্কায় আইপিএল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্বস্তির বাতাস বইতে শুরু করেছে ভারতের ক্রীড়াঙ্গনে। অনুমতি মিলেছে সীমিত আকারে খেলাধুলার। খুলে দেয়া হচ্ছে স্টেডিয়াম। তবে শর্ত রাখা হয়েছে একটাই। স্টেডিয়াম হতে হবে দর্শকশূন্য এবং খেলা হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে।
চলমান করোনা পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে ভারতে নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে ৩১ মে পর্যন্ত। তবে এবারে শিথিলতা আনা হয়েছে কিছু বিষয়ে। কী করা যাবে আর কী করা যাবে না- তার একটি তালিকা করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
তালিকায় বলা হয়েছে, 'স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়ামগুলো খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে দর্শক থাকতে পারবে না। এছাড়া কোনও ধরনের ভিড়ও করতে দেওয়া যাবে না।'

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু এখনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩ তম আসরের আয়োজন নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে নারাজ বিসিসিআই। কেননা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে আইপিএলের চলতি বছরের আসরটি। নতুন করে আয়োজন করতে হলে আবার সূচি প্রস্তুত করতে হবে। সেই সঙ্গে শিথিল করতে হবে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টিও।
স্টেডিয়াম খুলে দেওয়ার ঘোষণা দিলেও অভ্যন্তরীণ বিমান চলাচলে এখনও বিধিনিষেধ রয়েছে। ফলে এখনই ক্রিকেট শুরু করা যাচ্ছে না। আন্তর্জাতিক ভ্রমণেও নিষেধাজ্ঞা থাকায় আইপিএল নিয়ে অনিশ্চয়তা থাকছেই।
বিসিসিআই কোষাধ্যক্ষ অরুন ধুমাল ক্রিকইনফোকে বলেছেন, ‘এখনই কিছু বলা যাচ্ছে না। ক্রিকেট সূচিতে আগে একটি উইন্ডো বের করতে হবে। এছাড়া ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিয়ষটিও থাকতে হবে। যাতে করে বিদেশি ক্রিকেটাররা খেলতে পারেন।’
সামগ্রিকভাবে, মহারাষ্ট্র ও কর্ণাটক সহ বিভিন্ন বিশিষ্ট রাজ্যগুলিতে স্থানীয়ভাবে ক্রিকেট পুনরায় শুরু হতে কিছুটা সময় লাগবে, কেননা এলাকাগুলো এখনও পুরো লকডাউনের অধীনে। যদিও বিসিসিআই ভ্রমণ বিধিনিষেধকে শিথিল করা যায় কিনা এবং সেখানে পৃথক প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করার বিষয়ে আলোচনা করেছে। কিন্তু কিছু স্টেডিয়াম স্থানীয় সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে করোনাভাইরাস দ্বারা আক্রান্তদের জন্য চিকিৎসা কেন্দ্র হিসাবে ব্যবহারের জন্য।
ধুমাল বলেন, 'বিসিসিআই রাজ্য পর্যায়ে নির্দেশিকা পর্যালোচনা করবে এবং স্থানীয় পর্যায়ে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের জন্য একটি কর্মসূচী তৈরি করতে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ করবে।'