ভারতীয় ক্রিকেটাররা বেশি স্লেজিং করে: রাকিবুল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেটাঙ্গনে স্লেজিং একটি সাধারণ ঘটনা। বিপক্ষের খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করতে করা হয় এই স্লেজিং। খেলার মাঠে কোন দল সবচেয়ে বেশি এই কাজটি করে? প্রশ্নটা শুনলেই ভেসে উঠে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের চেহারা। কিন্তু সেই দিন আর নেই। ধীরে ধীরে সেই জায়গা দখল করে নিয়েছে ভারত। যা দেখা যায় সাম্প্রতিক সময়ের বেশ কিছু ম্যাচে।
২২ গজে স্লেজার হিসেবে ভারতীয় ক্রিকেটারদের জুড়ি মেলা ভার। সিনিয়র জুনিয়র দুই লেভেলের ক্রিকেটাররা খেলার পাশাপাশি বেশ পারদর্শী বিপক্ষে দলের খেলোয়াড়দের স্লেজিং করতে। কিছুদিন আগে বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার একমত পোষণ করেছিলেন ভারতের বিরাট কোহলির স্লেজিংয়ের প্রসঙ্গে। বলেছিলেন দল হিসেবে ভারত কাজটা বেশি করে করে এবং দলের ভেতর কোহলি।

একই সুরে গান ???াইলেন অনূর্ধ্ব-১৯ দলের স্পিনার রাকিবুল হাসান। তাঁর মতেও জুনিয়র লেভেলেও সবচেয়ে বেশি স্লেজিং করে ভারত। এবং সেটা এক দুই জন নয়। গোটা দলটাই বেশ পারদর্শী এই বিষয়টিতে।
সম্প্রতি ফেসবুক লাইভে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
রাকিবুল বলেন, 'আমি ১৯ লেভেলে যতগুলো দলের বিপক্ষে খেলেছি এদের মধ্যে সবচেয়ে বেশি স্লেজিং করে ভারত। আর ভারতের সবাই স্লেজিং করে। বিশেষ করে সুশান্ত, ধ্রুভ চান্দ, জয়স্বয়াল তারপর ভার্মা ওরা সবাই স্লেজিং করে। ইনিংসের প্রথম বল থেকেই ওরা স্লেজিং করে। ওরা মারাত্মক লেভেলের স্লেজিং করে।'
ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতে যাওয়াতে বেশ আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হন ভারতের ক্রিকেটাররা। সে সময় বাংলাদেশের পতাকা ধরে টানাটানির ঘটনাও ঘটেছিল।
এ প্রসঙ্গে রাকিবুল বলেন, 'আমরা বিশ্বকাপ জিতেছি সেটা হয়তোবা ওরা (ভারতীয় ক্রিকেটাররা) মেনে নিতে পারেনি। ওরা আমাদের পতাকা ধরে টানাটানি করেছে। আমাদের খেলোয়াড়দের সাথে ধাক্কাধাক্কি করেছে। সেখানে দু'দলেরই কিছু ভুল ছিলো। কিছু জিনিস আবেগ থেকে হয়ে গেছে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে সেটা পরে আইসিসি ভালো করে তদন্ত করে যেটা ভালো মনে হয়েছে করেছে।'