promotional_ad

স্টিভ সবচেয়ে বেশি স্বার্থপর ক্রিকেটার: শেন ওয়ার্ন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার সফলতম অধিনায়কদের তালিকা করলে সেখানে অগ্রগণ্য থাকবেন স্টিভ ওয়াহ। অস্ট্রেলিয়ার অন্যতম সফল এই অধিনায়ক ১৯৯৯ সালে অজিদের এনে দিয়েছিলেন বিশ্বকাপ জয়ের স্বাদ। সেই সময় দলে তাঁর সতীর্থ হিসেবে ছিলেন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। সেই ওয়ার্নই তাঁর নিজ ক্যারিয়ারে দেখা সবচেয়ে বড় স্বার্থপর ক্রিকেটার হিসেবে অভিহিত করলেন স্টিভ ওয়াহকে।


সম্প্রতি এমনটাই দাবী করেছেন ওয়ার্ন। প্রকাশ্যেই স্টিভ ওয়াহকে স্বার্থপর হিসেবে আখ্যায়িত করেন তিনি।



promotional_ad

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রব মুডি সম্প্রতি একটি ভিডিও আপলোড করেন। সেখানে ক্যাপশনে লিখা হয়, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০৪টি রান আউটের সঙ্গে জড়িত ছিলেন স্টিভ। যার ভেতর ৭৩ বারই রান আউট হয়েছেন তার পার্টনার। এখানে রয়েছে সেইসব দুর্ভাগাদের ভিডিও।’ ঘটনার শুরু এখান থেকেই।


এরপরই ঐ ভিডিওর ভিত্তিতে টুইট করেন ওয়ার্ন। তিনি বলেন, 'রেকর্ডের কারণে ১ হাজার বার বলছি, আমি স্টিভকে ঘৃনা করি না। তবে সে ছিল খুবই স্বার্থপর ক্রিকেটার। আমি তাকে সম্প্রতি আমার দেখা সর্বকালের সেরা অস্ট্রেলিয়ান দলে অন্তর্ভুক্ত করেছি। কিন্তু আমি ক্যারিয়ারে যত ক্রিকেটারের সঙ্গে খেলেছি তার ভেতর, স্টিভ সবচেয়ে বেশি স্বার্থপর ক্রিকেটার।'


কিংবদন্তি এই অজি স্পিনার আরও জানান, 'স্টিভ বেশি পারদর্শী ছিলেন ম্যাচ বাঁচাতে; ম্যাচ জয়ে নয়।'



গত ৩০ মার্চ অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা একাদশ প্রস্তুত করেন ওয়ার্ন। যেখানে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে অ্যালান বোর্ডারকে। সেই দলে আছেন স্টিভ ওয়াহও। ইনস্টাগ্রামের মাধ্যমে, নিজের সেরা দল বাছাই করেন ওয়ার্ন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball