বিশ্বকাপ না হলে আইপিএলের দরজা খুলে যাবে: টেলর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দারুণ চিন্তাশীল এবং বুদ্ধিদীপ্ত অধিনায়ক হিসেবে সুনাম কুড়িয়ছিলেন মার্ক টেলর। সাবেক এই অজি অধিনায়ক মনে করেন এ বছর আর মাঠে গড়াচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর ফলে আইপিএল আয়োজনের দরজা খুলে যাচ্ছে বলে ধারণা তাঁর।
করোনা পরিস্থিতির কারণে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে আছে। আর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী অক্টোবরে। অস্ট্রেলিয়ায় এখনও বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা চলছে।

এমন অবস্থায় নিশ্চিত ভাবেই পিছিয়ে যাচ্ছে বিশ্বকাপ। তাই এই সময় ক্রিকেটারদের ভ্রমণেও বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে সেই ক্রিকেটাররা আইপিএল খেললে নিরাপত্তার বিষয়টি একান্তই তাদের নিজেদের।
এ প্রসঙ্গে টেলর বলেন, ‘আমি মনে করি এটাই ( টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল) সম্ভাব্য দৃশ্যপট। কারণ অক্টোবর-নভেম্বরে ১৫টি দলের অস্ট্রেলিয়া আসার পরিকল্পনা আছে, ৪৫টি ম্যাচ খেলা হবে ৭টি ভেন্যুতে। আর এখন যে পৃথিবীতে আমরা বাস করছি, তাতে জাতীয়ভাবে ভ্রমণটা হবে খুব কঠিন।’
বিশ্বকাপ শুরুর আগে বাধ্যতামূলক ভাবে সব ক্রিকেটারদের ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে। সব মিলিয়ে নির্ধারিত সময়ে বিশ্বকাপ আয়োজন কঠিন হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার জন্য।
এই বিষটিকে গুরুত্ব দিয়ে টেলর বলেছেন, ‘এটা শুরুর আগে দলগুলোর ১৪ দিনের আইসোলেশন রয়েছে। এই ইভেন্টটি না হওয়ার সম্ভাবনাই তাই বেশি। সুতরাং আইসিসি যদি টুর্নামেন্টটি বাতিল করার সিদ্ধান্ত নেয়, বিসিসিআইয়ের সামনে আইপিএল আয়োজনের দরজা খুলে যাাবে। এতে আরেকটি দেশে ভ্রমণের ব্যাপারে পুরো দায়িত্ব বর্তাবে খেলোয়াড়দের ওপর।’
টেলরের বিশ্বাস এবার যদি বিশ্বকাপের বদলে আইপিএল হয় তাহলে ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতকে চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরের জন্য জোর করতে পারবে। আসন্ন এই সফরে চারটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে দুই দলের।