promotional_ad

ক্রিকেটের বাইবেলে শেবাগ-দ্রাবিড়, নাম নেই শচিনের

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দুই হাজার সাল থেকে ২০০৯ সালের শেষ পর্যন্ত যারা টেস্ট খেলেছেন, সেই সব ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ প্রকাশ করেছে জনপ্রিয় ক্রীড়া ম্যাগাজিন উইজডেন। ক্রিকেটের বাইবেল খ্যাত এই ম্যাগাজিনের বিংশ দশকের টেস্ট দলে নাম আছে ভারতের ওপেনার বিরেন্দর শেবাগের, নাম নেই ভারতের ক্রিকেট ঈশ্বর শচিন টেন্ডুলকারের।


টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৫১ টি সেঞ্চুরি হাঁকানো শচিন জায়গা পাননি এই একাদশে। অধিনায়ক হিসেবে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথকে। দুই হাজার সাল থেকে ২০১০ সালের শুরু হওয়া পর্যন্ত ৭৯টি টেস্ট খেলে প্রায় সাড়ে ছয় হাজার রান করা স্মিথই দলটির ওপেনার।



promotional_ad

আরেক ওপেনার শেবাগ। জাতীয় দলের হয়ে এ সময় শেবাগ খেলেন ৭২ টি ম্যাচ, করেন ছয় হাজার ২৪৮ রান। তিন নম্বরে আছেন আরেক ভারতীয়, রাহুল দ্রাবিড়। দ্যা ওয়াল খ্যাত দ্রাবিড় উল্লেখিত সময়ে ১০৩ টেস্ট খেলে করেন আট হাজার ৫৫৮ রান।


চার নম্বরে আছে অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের নাম। এই সময়ে পন্টিং ১০৭ টেস্ট খেলে নয় হাজার ৪৫৮ রান করেন। পাঁচ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের নাম। এ সময়ে ১০১  টেস্টে ব্যাট হাতে আট হাজার ৬৩০ রান ও বল হাতে ২০৫ উইকেট নেন ক্যালিস।


এরপর আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। উল্লেখিত সময়ে ৮৮ টেস্ট খেলে সাড়ে সাত হাজারের বেশি রান করেন সাঙ্গাকারা। সাত নম্বরে উইকেটরক্ষক হিসেবে আছেন অজি গ্রেট অ্যাডাম গিলক্রিস্ট। সেই দশকে ৯১ টেস্ট খেলে পাঁচ হাজার ১৩০ রান করেন তিনি। উইকেটের পেছনে ৩৬২ টি ক্যাচ লুফে নেন ও ৩৫টি স্টাম্পিং করেন।



একাদশে দুই স্পিনারের প্রথম জন শেন ওয়ার্ন। অজি এই কিংবদন্তি উল্লেখিত সময়ে ৬৫ টেস্ট খেলে নেন ৩৫৭ উইকেট। তাঁর সঙ্গে নাম আছেন মুত্তিয়া মুরালিধরনের। শ্রীলঙ্কান গ্রেট সেই দশ বছরে ৮৪ টেস্ট খেলে ৫৬৫ টি উইকেট নেন।


এই একাদশে জায়গা পাওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম, ৩৩টি ম্যাচ খেলা শোয়েব আখতারের নামও আছে। পাকিস্তানের সাবেক এই গতিতারকা নেন ১৪৪টি উইকেট। পেসারদের মধ্যে তাঁর সঙ্গে নাম আছে গ্লেন ম্যাকগ্রার। অজি গ্রেট ম্যাকগ্রা সেই সময়ে ৬৬ টেস্ট খেলে ২৯৭ উইকেট নেন। 
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball