promotional_ad

সুখ দুঃখের সঙ্গী হারানোর দ্বারপ্রান্তে মাশরাফি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আজ থেকে ১৮ বছর আগে এক বন্ধুর মামাকে দিয়ে একটি ব্রেসলেট বানান মাশরাফি বিন মুর্তজা। এরপর থেকে সেই ব্রেসলেট যেন নিত্যসঙ্গী হয়ে গেছে তাঁর। বাংলাদেশের হয়ে প্রায় প্রতিটি ম্যাচেই এটি পড়ে নামতে দেখা গেছে মাশরাফিকে। 


সুখ দুঃখের সঙ্গী সেই ব্রেসলেটটি এবার নিলামে তুলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ভিত্তিমূল্য রাখা হয়েছে ৫ লাখ টাকা। ফেসবুক পেজ অকশন ফর অ্যাকশনে রবিবার রাত সাড়ে ১১টায় শেষ হবে এই নিলামটি। 



promotional_ad

প্রাণ প্রিয় ব্রেসলেটটির সঙ্গে কত স্মৃতি যে রয়েছে মাশরাফির তার ইয়ত্তা নেই। সম্প্রতি বিডি নিউজ ২৪কে দেয়া এক সাক্ষাৎকারে সেসব স্মৃতির কিছু অংশ তুলে ধরেছেন তিনি। সৌভাগ্যের প্রতীক হিসেবে এটিকে গণ্য করতেন মাশরাফি। 


এই প্রসঙ্গে নড়াইল এক্সপ্রেস বলেছেন, 'গত ১৮ বছরে খুব কম সময়ই এটি খুলেছি হাত থেকে। অপারেশনের সময়, এমআরআই করানোর সময় খুলতে হয়েছে। আর কয়েকটি ম্যাচ বা কিছু সময়ের জন্য খুলেছি শুধু। তবে যখনই খুলেছি, কখনোই স্বস্তি বোধ করিনি। মনে হতো, কী যেন নেই, খালি খালি লাগত। আমার সবসময়ই মনে হয়েছে, এটি আমার সৌভাগ্যের প্রতীক।'


গোটা ক্যারিয়ারে অনেক সংগ্রাম করতে হয়েছে মাশরাফিকে। ইনজুরির সঙ্গে নিত্যনৈমিত্তিক লড়াই তো আছেই, তার ওপর ফর্মে ফেরার চেষ্টা, সবকিছু মিলে চড়াই উৎরাই কম দেখেননি এই জীবনে। তবে প্রত্যেক সময়েই ব্রেসলেটটি হাতে থাকতো তাঁর। 



আবেগঘন কণ্ঠে মাশরাফি বলেন, 'আমার ক্যারিয়ারের সব উত্থান-পতনের স্বাক্ষী এই ব্রেসলেট। যত লড়াই করেছি, মাঠের ভেতরে-বাইরে যত কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে, সব কিছুর স্বাক্ষী এটি। আমার ১৮ বছরের সুখ-দুঃখের সাথী। আমার অনেক আবেগ-ভালোবাসা জড়িয়ে এটিতে, এই ব্রেসলেটকে আসলে ব্যাখ্যা করা আমার জন্য খুব কঠিন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball