promotional_ad

সেঞ্চুরি করার পর কি তোমাকে ভুতে ধরে, রোহিতকে তামিমের প্রশ্ন

ছবিঃ- আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার প্রকোপের দিনে নিয়মিতই দেশি-বিদেশি ক্রিকেটারদের সঙ্গে লাইভে আসছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেই ধারাবাহিকতায় ১৫ মে (শুক্রবার) রাতে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি সহ-অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে লাইভে আড্ডা দেন তিনি। ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানো রোহিতের কাছ থেকে ইনিংস লম্বা করার মন্ত্র নেন তামিম।


লাইভের এক পর্যায়ে রোহিতকে তামিম প্রশ্ন করেন, 'সেঞ্চুরি করার পর কি তোমাকে ভুতে ধরে! এতো বেশি আক্রমণাত্মক খেল কীভাবে।'


জবাবে রোহিত বলেন, 'প্রথমে আমি চাপে থাকি। ইনিংসের শুরুতে। এরপর যখন খেলতে খেলতে একশ করে ফেলি, তখন তো অসাধারণ লাগে। একশ করে ফেলার পর আর কোনও চাপ নেই। তখন নির্ভার হয়ে খেলতে চেষ্টা করি।



promotional_ad

একশ হয়েই গেলে সাধারণত কোনও ব্যাটসম্যানকে আউট করা যায় না, যদি ওই ব্যাটসম্যান ভুল না করে। আমি এটাই চিন্তা করি মাঝের সময়ে (একশ করার পর), যে কীভাবে আরও লম্বা সময় খেলা যায়।'


২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রানের ইনিংস খেলেন রোহিত, এটাই ছিল তাঁর প্রথম ডাবল সেঞ্চুরি। এরপর ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রান করেন তিনি, যা ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।  


এরপর ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২০৮* রানের আরেকটি মহাকাব্যিক ইনিংস খেলেন রোহিত। ব্যাটিং করার সময় দলের সহযোগিতার কথা তুলে ধরেন তিনি।


তামিমকে আরও বলেন, 'আমার কাজ হচ্ছে ৪০-৪৫ ওভার পর্যন্ত খেলে যাওয়া। এজন্য আমি নির্ভার হয়েই খেলি। ৪২ ওভারের পর আমি চেষ্টা করি প্রতি বলে মারতে। এর আগে আমি চেষ্টা করি, বল অনুযায়ী বুঝে শুনে খেলতে।



এটা অনেক সময় নির্ভর করে আমার সাথে উইকেটে কে আছে তাঁর ওপর। যদি লেজের সারির ব্যাটসম্যানরা থাকে তাহলে আমি প্রতি বলে মারতে যাই না, সুযোগ কম নিই। কিন্তু যদি দেখি মিডল অর্ডারের সেট কোনও ব্যাটসম্যান আছে বা পরে আরও ব্যাটসম্যান আছে, তখন সুযোগ নিই।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball