promotional_ad

মাশরাফির টোটকায় সম্ভব হয়েছিল ইংল্যান্ড জয়ঃ শফিউল

ছবিঃ ফাইল ছবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০১০ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন জাতীয় দলের পেসার শফিউল ইসলাম। সে বছরই বাংলাদেশ প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে জয় পায়। শেষ ওভারের নাটকের নায়ক ছিলেন এই শফিউল।


শেষ ওভারের সেই নাটকের নায়ক হবার পেছনে মূল ভূমিকা যিনি রেখেছিলেন, তিনি কিন্তু রয়ে গিয়েছিলেন লোকচক্ষুর অন্তরালে। এক দশক পর সেই ম্যাচের স্মৃতিচারণ করতে গিয়ে শফিউল জানালেন পর্দার পেছনের মানুষটির কথা। সেটি আর কেউ নন, জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির কথা মতো স্লোয়ার দিয়েই সেদিন শেষ ওভারের তৃতীয় বলে ৯৪ রান করা জনাথন ট্রটকে জহুরুল ইসলামের তালুবন্দি করেন শফিউল। আর এরই সুবাদে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ পায় ৫ রানের দুর্দান্ত এক জয়।



promotional_ad

শুক্রবার (১৫ মে) ক্রিকফ্রেঞ্জির সাথে ফেসবুক লাইভে এসে তিনি এ কথা জানান।


শফিউল বলেন, 'মাশরাফি ভাই যখন আগের ওভারে বোলিংয়ে আসে তখন লাস্ট বলে উইকেটটা পেয়েছিলেন। নয় নম্বর উইকেট ছিল সেটা। সেই ম্যাচে ইয়ান বেলের পায়ে ফ্র্যাকচার হয়েছিল। নয় নম্বর উইকেটটা পরার পর আমরা ভেবেছিলাম বেল আর নামবে না, আমরা জিতে গেছি। মাশরাফি ভাই তখন বললেন ওয়েট ওয়েট বেল মনে হয় নামতেছে। ট্রট সে সময় স্ট্রাইকিংয়ে ছিল।


'যখন বেল নামলো, আমাকে বোলিং দিল, তখন আমার টার্গেট ছিল যে যেভাবেই হোক আমি বাউন্ডারি খাবো না। বা দুই রান দিব না। সে সময় ইংল্যান্ডের জেতার জন্য আট রান লাগতো। ফলে ট্রটকে হয় বাউন্ডারি মারতে হবে, নয়তো দুই রান নিতে হবে। কারণ বেলের পায়ে তো প্লাস্টার করা, ও ওভাবে খেলতে পারবে না। প্রথম দুই বলে দুই রান করে চার নিয়েছিল।'



শফিউল আরও বলেন, 'এরপর মাশরাফি ভাই এসে আমাকে বললো, "দেখ আমরা তো ম্যাচ হয় হারবো না হয় জিতবো। তুই যেটা ভালো মনে হয় সেটাই কর। স্লোয়ারটাও তুই ট্রাই করতে পারিস।" মাশরাফি ভাই তখন অনেক অভিজ্ঞ। আমি বলছি ঠিক আছে। এরপর আমি স্লোয়ারটা ট্রাই করেছিলাম। আল্লাহর রহমতে ওই বলেই উইকেটটা পেয়েছিলাম। সেটা ছিল ইংল্যান্ডের সাথে প্রথম জয়। ইংল্যান্ডের মাটিতে ওদের হারানোটা অনেক বড় একটা অর্জন ছিলো আমার জন্য।'


ব্রিস্টলে ঐতিহাসিক সেই ম্যাচে বাংলাদেশের দেয়া ২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৩১ রানে গুটিয়ে গিয়েছিল স্বাগতিক ইংল্যান্ড। সেই ম্যাচে শফিউল ইসলাম ৯.৩ ওভার বল করে ৩ টি মেইডেনের সঙ্গে ৩৮ রানের খরচায় দুই উইকেট নিয়েছিলেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball