বিক্রি হলো আকবরের বিশ্বকাপ স্মারক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতকে হারিয়ে প্রথমবারের মতো দেশকে যুব বিশ্বকাপ এনে দিয়েছেন আকবর আলীরা। বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর সেই ঐতিহাসিক ফাইনালের জার্সি আর গ্লাভস নিলামে তুলে প্রাপ্ত অর্থ করোনা দূর্গতদের সাহায্যার্থে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
সেই জার্সি এবং গ্লাভস ১ লাখ ৭০ হাজার (২০০০ মার্কিন ডলার) টাকায় বিক্রি হয়েছে। একটি অনলাইন প্ল্যাটফর্মে আকবরের জার্সি এবং গ্লাভসের নিলাম শেষ হয়েছে। সেখান থেকে বিশ্বকাপ জয়ের সেই স্মারক কিনেছেন রিয়াজুল ইসলাম জুয়েল নামের এক প্রবাসী বাংলাদেশী।

এর আগে ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়ে আকবার বলেছিলেন, 'নিঃসন্দেহে অ-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক (১.ফাইনালের ম্যাচ জার্সি, ২.ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।'
বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এরই মধ্যে ক্রিকেটারদের কল্যাণ সমিতির (কোয়াব) তহবিলে আর্থিক অনুদান দিয়েছে। এছাড়া জাতীয় দলের অনেক ক্রিকেটারই এগিয়ে এসেছেন করোনায় বিপর্যস্তদের সাহায্য।
সাকিব আল হাসান তার ২০১৯ বিশ্বকাপের ব্যাট নিলামে ২০ লাখ টাকা বিক্রি করেছেন। মুশফিকুর রহিমের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরির ব্যাট বিক্রি হয়েছে ১৭ লাখ টাকায়। বিক্রির পুরো অর্থই ব্যয় হবে অসহায় মানুষদের সাহায্যে।