সাব্বিরকে পাকিস্তানি ক্রিকেটার ভেবেছিলেন দর্শকেরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে বিস্ফোরক তকমার অধিকারী সাব্বির রহমান। জাতীয় দলে নাম লেখানোর আগে থেকেই ক্রিকেটীয়-অক্রিকেটীয় নানা কর্মকাণ্ডে আলোচনায় ছিলেন এই ক্রিকেটার। মাঠে-মাঠের বাইরে নানা সময় হয়েছেন স্লেজিংয়ের শিকার। ক্রিকেটে প্রথম পদার্পণের সময় তাকে নিয়ে ছিল কিছু ভ্রান্ত ধারণাও। যা তিনি সম্প্রতি জানিয়েছেন ক্রিকফ্রেঞ্জিকে।
শরীরের গড়ণ এবং দেখতে অনেকটা পাকিস্তানিদের মতো হবার কারণে একবার তাকে পাকিস্তানের খেলোয়াড় বলে ভুল করে বসেছিলেন অনেকেই। মাঠে নেমেই তিনি শিকার হয়েছিলেন এমন উদ্ভুত পরিস্থিতির।

বৃহস্পতিবার (১৪ মে) ক্রিকফ্রেঞ্জির সাথে ফেসবুক লাইভে এসে এ কথা জানিয়েছেন সাব্বির রহমান।
সাব্বির বলেন, 'অ্যাকচুয়ালি আমার একটা হেলমেট ছিল পাকিস্তানি। তো আবাহনী মাঠে ইয়াং ক্রিকেটার্সের হয়ে খেলছিলাম, ওটা আমার প্রথম ম্যাচ ছিল। আমার চোখটা হচ্ছে ক্যাটস আই, হেলমেট পাকিস্তানি। মানুষজন ভাবছে আমি পাকিস্তানি ক্রিকেটার।'
'আর আমি খুব মারছিলাম, আলমগীর কবির নামে একজন বোলার ছিল বাংলাদেশ দলের। উনাকে আমি বেশ মারছিলাম, চার-ছক্কা। তো সবকিছু মিলিয়ে শুনতেছি মানুষজন বলতেছে পাকিস্তানি প্লেয়ারটা কে? যখন আমি বাংলায় কথা বলছি তখন বুঝতে পারলো আমি বাংলাদেশি প্লেয়ার।'
হার্ড হিটার উপাধি নিয়ে জাতীয় দলে এসেছিলেন সাব্বির রহমান। একই সঙ্গে লম্বা সময় ধরে দিয়ে গেছেন নিজের প্রতিভার প্রমাণ। কিন্তু গেল বছরটি বেশ হতাশাজনক কাটিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। চলতি বছরের শুরুতে হওয়া ভারত-পাকিস্তানের সঙ্গে কোন সিরিজেই ডাক পাননি তিনি। একই সঙ্গে বাদ পড়েছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও।