বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের ভাগ্য নির্ধারণ ১৫ই মে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সারা বিশ্বেই করোনাভাইরাসের তান্ডব চলছে। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে করোনা পরিস্থিতির সবচেয়ে সহনীয় পর্যায়ে রয়েছে শীলঙ্কায়। দীর্ঘ দুইমাস লক ডাউনের পর গত ১১ মে স্বাভাবিক জীবনে ফিরেছে লঙ্কানরা।
এর ফলে দেশটিকে ক্রিকেট ফেরাতে আটঘাট বেধে নামছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। কদিন পরেই শ্রীলঙ্কা সফরের কথা রয়েছে বাংলাদেশ এবং ভারতের। আগামী ১৫ মে দুটি সিরিজ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন, এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে আমরা ১৫ই মে পর্যন্ত সময় নিয়েছিলাম। আমরা এই সময়ের মধ্যেই সিরিজ দুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি অনুযায়ী শ্রীলঙ্কার মাটিতে তিনটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। এ ছাড়া বাংলাদেশের পরেই ভারতের বিপক্ষে আরেকটি সিরিজ খেলবে শ্রীলঙ্কা।
মূলত এই দুটি সিরিজের ভাগ্য নির্ধারণ হবে আগামী সপ্তাহের মধ্যে। করোনার সংক্রমণের ফলে বাংলাদেশের তৃতীয় দফা পাকিস্তান সফর স্থগিত হয়েছে। সেই সঙ্গে মে মাসে আয়ারল্যান্ড সফর এবং জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দুটিও স্থগিত হয়ে গেছে।