ফাঁকা স্টেডিয়ামে নকল দর্শকের হৈচৈ চান আর্চার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের কারণে মার্চ থেকেই বিশ্বের সকল খেলাধুলা বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। তবে মাঠে খেলার ফেরানোর চেষ্টায় বিশ্বের সকল দেশই। অনেকে বলছেন, রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলা আয়োজন করলে সংক্রমণ ছড়াবে না।
আবার অনেকে বলছেন, ফাঁকা স্টেডিয়ামে খেলার উত্তেজনাটা পাওয়া যাবে না। সেক্ষেত্রে খেলাটা সৌন্দর্য্য হারাবে। এমন অবস্থায় ফাঁকা স্টেডিয়ামে দর্শকদের আমেজ ফিরে পেতে উপায় বাতলে দিয়েছেন জফরা আর্চার।

নকল দর্শকদের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে বলে ধারণা এই ইংল্যান্ড পেসারের। তাঁর মতে, দর্শকদের চেঁচামেচি বা শোরগোলের শব্দ ধারণ করে তা স্টেডিয়ামের ভিতর চালাতে বলেছেন। যদিও একেবারে শুন্যতার মাঝে খেলার অভ্যাস গড়ে তুলতে সময় লাগবে বলে মনে করছেন গতিময় এই পেসার।
আর্চার বলেন, 'আমি জানেন না এই পরিস্থতির সমাধান কবে হবে। তাই ফাঁকা স্টেডিয়ামে গান-বাজনা চালানোর মাধ্যমে দর্শকদের অভাব কিছুটা হলেও দূর করা যেতে পারে। একেবারে দর্শক শুন্য স্টেডিয়ামে খেলার অভ্যাস গড়ে তুলতে সময় লাগবে।'
'তাই গান-বাজনার পাশাপাশি নকল দর্শকদের হৈচৈ ধারণ করে তাও বাজানো যেতে পারে। এতে পরিবেশে পরিবর্তন আসতে পারে। এটাই সেরা সমাধান, যদি ফাঁকা স্টেডিয়ামে খেলতে হয়। যদি কেউ আউট হয় বা চার-ছক্কা মারে তখন দর্শকদের করতালির আওয়াজ বেজে উঠবে। এতে কিছুটা হলেও সবকিছু স্বাভাবিক লাগবে।'
করোনাভাইরাসের কারণে খেলা শুরু নিয়ে শঙ্কা থাকলেও চলতি মাসের শেষে অনুশীলনে ফিরতে পারে ইংল্যান্ড। ৮ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে তাঁদের। যদিও সিরিজের ভাগ্য এখনও নিশ্চিত নয়। এছাড়া জুলাইয়ের শেষে পাকিস্তানের সঙ্গে সিরিজ আছে ইংলিশদের। তবে বর্তমান পরিস্থিতির বিবেচনার কোনো কিছুই এখনও নিশ্চিত নয়।