নিলামে উঠছে ১৫ ক্রিকেটারের স্বাক্ষর সম্বলিত ব্যাট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাস মোকাবেলায় লড়ছেন দেশ-বিদেশের অনেক ক্রিকেটার। যার ভেতর সামিল হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। শুরু থেকেই করোনায় বিপর্যস্ত মানুষদের সহায়তায় বেশ তৎপর ছিলেন এই অলরাউন্ডার।
কিছুদিন আগেই করোনার বিরুদ্ধে যুদ্ধে রসদ যোগাতে ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত ব্যাটটি নিলামে তুলেছিলেন তিনি। এবার আরেকটি ব্যাট নিলামে তোলার জন্য সাহায্য করছেন দেশসেরা এই অলরাউন্ডার। যেখানে থাকছে ১৫ জন ক্রিকেটারের স্বাক্ষর।

মূলত এই ব্যাটটি সাকিবের নিজের না হলেও নিলামে বিক্রির ব্যাপারে সাহায্য করছেন তিনি। ফেসবুকে অনলাইন প্ল্যাটফর্ম অকশন ফর অ্যাকশনের মাধ্যমে ব্যাটটিও নিলামে তোলার ব্যবস্থা করা হয়েছে।
এই ব্যাটে তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজারা ছাড়াও স্বাক্ষর রয়েছে মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, ইমরুল কায়েস, শুভাশিস রায়, শুভাগত হোম, রুবেল হোসেন এবং তাসকিন আহমেদের।
ব্যাটটির সর্বনিম্ন মূল্য ধার্য করা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা। নিলাম চলবে সোমবার (১১ মে) রাত ১১ টা পর্যন্ত। নিলামে পাওয়া অর্থ সম্পূর্ণই ব্যয় হবে করোনায় বিপর্যস্ত অসহায়দের কল্যাণে।
এর আগে সাকিব আল হাসান তাঁর বিশ্বকাপে ব্যবহৃত ব্যাটটি ২০ লক্ষ টাকায় বিক্রি করেছিলেন একই প্লাটফর্মে। সেই সঙ্গে অসহায় মানুষদের সাহায্যার্থে গড়েছেন সাকিব আল হাসান ফাউন্ডেশন। যার মাধ্যমে ইতোমধ্যেই দুই হাজারের অধিক সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।