promotional_ad

বিসিবির ত্রাণ চুরি, চলছে ধামাচাপা দেয়ার চেষ্টা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষেরা যখন খাবারের জন্য হাহাকার করছেন ঠিক এমন সময়েই ঘটছে ত্রাণ চুরির মতো ন্যাক্কারজনক ঘটনা। এই দুর্নীতি থেমে নেই ক্রিকেট অঙ্গনেও।


একদিকে ক্রিকেটাররা যেমন অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন আরেক দিকে এক প্রকার অসাধু শ্রেণীর মানুষ বঞ্চিত করছেন তাদের। সম্প্রতি এমনই এক ঘটনা উঠে এসেছে বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের প্রতিবেদনে।  



promotional_ad

কিছুদিন আগে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ থাকায় বেকার হয়ে পড়া ৭৬টি ক্লাবের কর্মচারী, গ্রাউন্ডস ম্যান এবং স্কোরারদের পাশে দাঁড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) মাধ্যমে ক্লাবগুলোর প্রতিনিধিদের হাতে ত্রাণ তুলে দেয়া হয়।


কিন্তু ত্রাণগুলো অসহায় মানুষদের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব থাকলেও সব ক্লাবের প্রতিনিধিরা সেটি করছেন না। এখানেও দুর্নীতির আশ্রয় নিচ্ছেন তারা। ঠিক যেমনটি করেছেন শেখ রাসেল ক্লাবের যুগ্ম সম্পাদক মঞ্জু। শেখ রাসেলকে দেয়া ত্রাণ সামগ্রী অবৈধভাবে বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন তিনি। 


জনগণ তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে চাইলেও রক্ষা করেন ক্লাবটির সভাপতি এবং সাধারণ সম্পাদক। শুধু তাই নয়, এরপর ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ণের অজুহাত দেখিয়ে ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা করছে তারা।       



এরপর অবশ্য চুরি করা ত্রাণগুলো পুনরায় ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ক্লাবের সেই কর্মকর্তা। চাপের মুখে এক পর্যায়ে তিনি বলেছেন, 'আমি কথা দিচ্ছি বিসিবি থেকে আবারো আমি ত্রাণ এনে দিবো ভাই।' 


বাংলা ভিশনের করা এই রিপোর্টের প্রেক্ষিতে এখন পর্যন্ত কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আশা করা যাচ্ছে দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball