দুই যুবা ক্রিকেটারের ভবিষ্যৎ দেখছেন আল আমিন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশকে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন খেতাব এনে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ক্ষুদে ক্রিকেটাররা। ক্ষুদে এই ক্রিকেটারদের পারফরম্যান্স মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ছিল তাদের দৃষ্টিনন্দন পারফরম্যান্স।
ক্ষুদে টাইগারদের ভেতর থেকে কয়েকজনের খেলা নজর কেড়েছে সবার। সেই সঙ্গে সম্ভাবনাও জাগিয়েছে জাতীয় দলে খেলার।

জাতীয় দলের পেসার আল আমিন মনে করেন তেমনই সম্ভাবনা বিদ্যমান অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম এবং আকবর আলীর ভেতর। সম্প্রতি ক্রিকেফ্রেঞ্জিকে দেয়া এক লাইভ সাক্ষাৎকারে এমনটাই ব্যাক্ত করেন এই পেসার।
আল আমিন বলেন, 'তামিম নামে একটা ছেলে আছে, খুব ভালো ব্যাটিং করে। আকবর আলী আছে, যে অধিনায়ক। আমি এদের ব্যাটিংটা দেখেছি আর কি। আমার কাছে মনে হয় এই দুই জন ব্যাটসম্যানের ভবিষ্যৎ উজ্জ্বল। ওদের যদি ভালো পরিচর্যা হয়, ওরাও যদি ফোকাস থাকে তাহলে আমার মতে অনেক দূর যাবে ওরা। বাংলাদেশকে অনেক কিছু দিতে পারে।'
গেল বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন তানজিদ হাসান তামিম। ৬ ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ১৬৬ রান। যেখানে রয়েছে একটি অর্ধশতক সহ ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস।
অপরদিকে দলপতি আকবর আলী ৬ ম্যাচ খেলে সংগ্রহ করেছিলেন ৬৯ রান। যার ভেতর ছিল অপরাজিত ৪৩ রানের এক ইনিংস। সেই সঙ্গে ফাইনালে ভারতের সঙ্গে তাঁর ধৈর্য্যশীল ব্যাটিংয়ের কল্যাণে বাংলাদেশ পায় প্রথম আইসিসির কোনো ট্রফির স্বাদ।