promotional_ad

দেশব্যাপী বিসিবির ১৫ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনায় বিপর্যস্ত মানুষদের সহায়তায় পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটাররা। পিছিয়ে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। করোনা বিপর্যয়ের শুরু থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আসছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।


এরই ধারাবাহিকতায় দেশব্যাপী অসহায় মানুষদের ভেতর ১৫ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করেছে সংস্থাটি। এর ভেতর ছিল নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সাবান। শনিবার (৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির মিডিয়া ও কমিউনিকেশন কমিটি।



promotional_ad

দেশব্যাপী ত্রাণ বিতরণের অংশ হিসেবে মানিকগঞ্জ, সিলেট, চট্টগ্রামে বিসিবি এই ত্রাণ বিতরণ করেছে। আর বিতরণের দায়িত্বে ছিলেন নাঈমুর রহমান দুর্জয়, শফিউল আল চৌধুরী নাদেল।


বিসিবি পরিচালক ও সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। অপরদিকে প্রতিষ্ঠানটির পরিচালক শফিউল আল চৌধুরী নাদেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ত্রাণের প্যাকেট বিতরণ করেন।


এছাড়া, বিসিবির তত্ত্বাবধানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের কর্মচারীদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। আর সম্প্রতি ঢাকা মহানগর ক্রিকেট কমিটির অধীনে থাকা ৭৬ ক্লাবের কাছেও ত্রাণ হস্তান্তর করা হয়েছে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball