promotional_ad

নির্ধারিত সময়েই হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ?

ছবিঃ ফাইল ছবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মহামারী করোনা স্থবির করে দিয়েছে ক্রিকেটাঙ্গনকে। যার প্রভাবে বেশ কিছু সিরিজ বাতিল সহ গোটাকয়েক টুর্নামেন্ট এবং সিরিজের আয়োজন নিয়ে তৈরী হয়েছে শঙ্কা। যার ভেতর অন্যতম হল ভারত দলের অস্ট্রেলিয়া সফর। কিন্তু বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বেশ আশাবাদী অস্ট্রেলিয়া সফর নিয়ে।


বিসিসিআইয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ত্রমতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সফরটি নির্ধারিত সময়েই হবে বলে আশা করা হচ্ছে। সিরিজটি চলতি বছরের ডিসেম্বরে হবার কথা রয়েছে।



promotional_ad

সূত্রমতে অস্ট্রেলিয়ার সফরে টেস্ট সিরিজের ব্যাপারে আগ্রহ রয়েছে। বিসিসিআই সূত্র এটিও নিশ্চত করেছে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত না হয় তবে সফরের মাঝে কোনো বিরতি না দিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হতে পারে। কেননা এতে অতিরিক্ত রাজস্ব আদায় করা সম্ভব হবে।


বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেন, ‘যতদিন না পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে, অন্য দেশ যদি অতিরিক্ত টেস্ট কিংবা দুটি টি-টোয়েন্টি আয়োজন করে আগ্রহী হয় তবে অধিক রাজস্ব আদায় করা যাবে।’


পরিস্থিতি স্বাভাবিক হলেও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের নিয়ম অনুয়ায়ী সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়াতে পৌঁছে ভারত দলকে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে। অরুণ ধুমাল আরও জানিয়েছেন ভারতীয় দল অস্ট্রেলিয়াতে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার জন্যও প্রস্তুত রয়েছে।



এদিকে বিসিসিআই আশাবাদী যে সেপ্টেম্বর বা অক্টোবরে ক্রিকেট আবার শুরু করা যাবে। তবে লকডাউন শেষ না হওয়া পর্যন্ত বিষয়গুলো নিয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। বিসিসিআই ক্রিকেট পুনরায় চালু করার জন্য বায়ো বান্ধব স্টেডিয়ামে বিভিন্ন ফরম্যাটে ক্রিকেটের কথাও বিবেচনা করছে।


ভারতের আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য অগ্রীম ঋণ পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু ভারত যদি এই সফরে না আসে তবে অস্ট্রেলিয়ার ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতি হতে পারে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball