ঈদের পরেই ডিপিএল শুরুর দাবি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার কারণে স্থগিত হয়ে আছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। যদিও ঈদের পরেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট জনপ্রিয় এই টুর্নামেন্ট শুরুর দাবি উঠেছে। এমনটাই জানিয়েছে, ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
শনিবার (৯ মে) সংগঠনটি নির্বাহী কমিটির সভায় বিস্তারিত আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাপারে ক্রিকেট কমিটি অব মেট্রোপলিসকে চিঠি দেবে। এমনটাই নিশ্চিত করেছেন কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল।

তিনি বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে বোর্ডকে চিঠি দেওয়ার বিষয়টি আগেই ঠিক হয়ে আছে। তবু শনিবারের সভায় আরেকটু আলোচনা করেই আমরা সেটি দেব। আমরা দাবি জানাব ঈদের পরপরই যেন ডিপিএল আবার শুরু করে দেওয়া হয়।’
দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররাও এই বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া মাঠে ক্রিকেট ফিরলে ঘরোয়া আসর দিয়েই তা হওয়া উচিত বলে মনে করেন তারা। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নেয়ারও সুযোগ পাবেন ক্রিকেটাররা।
অন্যসব খেলার তুলনায় ক্রিকেটাররা নিরাপদ বলেই আশ্বস্ত করেছেন কোয়াবের সাধারণ সম্পাদক, 'ক্রিকেটে কিন্তু ফুটবল-হকি-রাগবির মতো ‘বডি কন্টাক্ট’-এর সুযোগ নেই। বরং এই খেলাটির সুবিধার দিক হলো, এর খেলোয়াড়দের মধ্যে এমনিতেই নিরাপদ সামাজিক দূরত্ব বজায় থাকে। তা ছাড়া দেশের বর্তমান পরিস্থিতিও এই খেলাটি শুরুর পক্ষে উৎসাহব্যঞ্জক।'
এর ব্যাখ্যা দিতে গিয়ে দেবব্রত বলেন, ‘আমি সরকারি নির্দেশনার আলোকেই বলছি। সরকার তো অনেক কিছুই শিথিল করেছে। যেমন স্বাস্থ্য নির্দেশনা মেনে গার্মেন্ট কারখানা খুলেছে। একেকটি কারখানায় একসঙ্গে শত শত শ্রমিক কাজ করেন। আর ক্রিকেট মাঠে খেলে মাত্র ২২ জন। তাও প্রত্যেক খেলোয়াড় একে অন্যের চেয়ে বেশ দূরেই থাকেন। তাই আমার মনে হয় সরকারি আদেশের মধ্যে থেকেই খুব ভালোভাবে ক্রিকেট খেলা সম্ভব।’