promotional_ad

সাকিব-মুশফিকদের পথে হাঁটলেন রফিক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলমান লকডাউনে স্থবির হয়ে পড়েছে সবকিছু। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বিত্তবানদের সঙ্গে সঙ্গে এগিয়ে আসছেন দেশের ক্রিকেটাররা। ব্যক্তিগতভাবে সাহায্যের পাশাপাশি প্রিয় ক্রিকেটীয় সামগ্রী নিলামে তুলে সেখান থেকে পাওয়া অর্থ ব্যয় করছেন বিপর্যস্ত মানুষদের সহায়তায়।


সাকিব, মাশরাফি, মুশফিকদের পর এবার নিলামের পথ ধরলেন জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। তিনি অনেক স্মৃতি জড়িয়ে থাকা তার একটি প্রিয় ব্যাট তুলতে যাচ্ছেন নিলামে। সম্প্রতি এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন রফিক নিজেই।



promotional_ad

তিনি বলেন, 'সারা বাংলাদেশের মানুষ করোনাভাইরাসের কারণে অসহায় অবস্থায় রয়েছেন। আমি আমার এই ব্যাটি নিলামের উঠাতে চাইছি। এই ব্যাটে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে যে অর্থ আসবে- সেটা গরিব মানুষের কল্যাণে ব্যয় করা হবে।'


ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই নিলামে উঠবে রফিকের ব্যাট। যদিও ব্যাটের ভিত্তি মূল্য এখনো ঠিক হয়নি। সেই সঙ্গে কোন প্লাটফর্মে নিলামটি হবে সেই বিষয়েও কিছু জানানো হয়নি।


জাতীয় দলের হয়ে ৩৩টি টেস্ট, ১২৫টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলেছেন রফিক।২০০৮ সালে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে তাকে। ৪৯ বছরের এ অলরাউন্ডার ৩৩ টেস্ট খেলে করেছেন ১০৫৯ রান, ঝুলিতে পুরেছেন ১০০টি উইকেট। অপরদিকে ১২৫টি ওয়ানডেতে তুলেছেন ১১৯১ রান এবং শিকার করেছেন ১২৫টি উইকেট।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball