দর্শকশুন্য মাঠে খেলা হলে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়াঃ খাওয়াজা

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরের শেষভাগে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের। যদিও করোনাভাইরাসের প্রকোপের ওপরে নির্ভর করছে সেই সিরিজের ভাগ্য। আয়োজকরা অবশ্য ইতোমধ্যেই দর্শকশুন্য স্টেডিয়ামে সেই সিরিজ আয়োজনের কথা ভাবছে। এই সিদ্ধান্ত যদি শেষপর্যন্ত বহাল থাকে তাহলে অস্ট্রেলিয়াই লাভবান হবে বলে মনে করছেন দলটির বাঁহাতি ব্যাটসম্যান উসমান খাওয়াজা।
সাধারণত সারা ক্রিকেট বিশ্বেই দাপট থাকে ভারতীয় দর্শকদের। অস্ট্রেলিয়াতেও সেটা নেহায়েত কম নয়! নিকট অতীতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে বিভিন্ন সময়ে খেলেছে অস্ট্রেলিয়া।

কিন্তু সেই সব ম্যাচে ভারতীয় দর্শকদের কারণে বাড়তি চাপে থাকতে হয়েছে অজিদের, এমনটা দাবি করছেন খাওয়াজা। তাই দর্শকশুন্য স্টেডিয়ামে খেলা হলে মানসিকভাবে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া, এমনটাই বিশ্বাস তাঁর।
খাওয়াজা বলেন, 'এটা অবশ্যই অস্ট্রেলিয়ার পক্ষে যাবে (দর্শকশুন্য স্টেডিয়ামে খেলার সিদ্ধান্ত) । আমার মনে পড়ে- শেষবার ওয়ানডে সিরিজ খেলতে ওরা যখন আসে, তখন ভারতীয় দর্শকদের উপস্থিতি আরও বেশি ছিল। বিশেষ করে মেলবোর্নে। তাদের অনেক প্রবাসী মাঠে গর্জন তোলে।
আর যখন ভারত ভালো খেলতে থাকবে তখন দর্শকরা আপনাকে আপনার অবস্থান সম্পর্কে জানিয়ে দেবে। এটা খুবই বাজে অনুভূতি। যখন আপনি ভারতে খেলবেন তখন এই ধরনের কিছু বিষয় আশা করতে পারেন। কিন্তু যখন আপনি মেলবোর্নে খেলবেন বা সিডনিতে তখন কীভাবে কী!'
শুধু ভারত সিরিজ নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপও দর্শকশুন্য স্টেডিয়ামে করার চিন্তা ভাবনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।