দ্রাবিড়ের মনে কী চলছিল, জানতে চাইবেন আকবর

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কলকাতা টেস্টে ভিভিএস লক্ষণ ও রাহুল দ্রাবিড়ের ফলো-অন এড়িয়ে ৩৭৬ রানের জুটির ঘটনাটি ক্রিকেট বিশ্বে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। কেননা সেই টেস্ট ম্যাচটি ফলো-অনে পড়েও অসাধারণ দক্ষতায় জিতে নেয় ভারত। হারের খাদে পড়েও ভারতের জিতে যাওয়া সেই টেস্ট ম্যাচটি নিজ চোখে না দেখলেও এর হাইলাইটস বহুবার দেখেছেন বাংলাদেশের যুব দলের অধিনায়ক আকবর আলী। ভারতীয় দুই কিংবদন্তির অসাধারণ এই জুটি সবসময়ই মোহিত করে তাঁকে।
সম্প্রতি ভারতের কলকাতার একটি স্থানীয় দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন আকবর। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, 'দ্যা ওয়াল' খ্যাত দ্রাবিড়ের সঙ্গে কথা বলার সুযোগ হলে কী নিয়ে আলোচনা করবেন!

উত্তরে আকবর বলেন, 'দেখা হলে (দ্রাবিড়ের সঙ্গে) খুব বেশি প্রশ্ন করার সুযোগ পাবো না। তবুও একটা প্রশ্ন জিগ্যেস করার সুযোগ থাকলে তাঁর ইডেনের ইনিংসটি নিয়ে জিগ্যেস করব।
কারণ সেই ম্যাচটি দেখিনি, কিন্তু হাইলাইটস দেখেছি বহুবার। ফলো-অনের পর যে ৩৭৬ রানের জুটি গড়লেন, সেই সময় মাথায় কী চলছিল, মানসিক অবস্থা কী চলছিল, সেটাই জানতে চাইব।'
ঐতিহাসিক সেই টেস্টে আগে ব্যাটিং করে অধিনায়ক স্টিভ ওয়াহ'র সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৪৫ রান করে অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ভারত ১৭১ রানে অলআউট হয়।
দ্বিতীয় ইনিংসে ২৩২ রান তুলতেই চার উইকেট হারায় তারা। এরপর লক্ষণ-দ্রাবিড়ের অসাধারণ জুটিতে সাত উইকেটে ৬৫৭ রান করে ইনিংস ঘোষণা করে ভারত।
লক্ষণের ব্যাটে আসে ২৮১ রান। দ্রাবিড় রানআউট হওয়ার আগে করেন ১৮০ রান। ৩৮৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২১২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা নির্বাচিত হন লক্ষণ।